Ajker Patrika

যুবককে অপহরণ করে ইমোতে শিকলবন্দী ছবি, আটক ১

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ১৬
যুবককে অপহরণ করে ইমোতে শিকলবন্দী ছবি, আটক ১

নেত্রকোনার দুর্গাপুরের বাসিন্দা নোমানকে অপহরণের পর শিকল বন্দী করে রাখা এবং মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার এই অপহরণের ঘটনা ঘটলেও গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ওই যুবকের কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে অপহরণকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নোমানের পা ও কোমড়ে শিকলবাঁধা ছবি পাঠিয়েছে।

এ ঘটনায় গত সোমবার থানায় লিখিত অভিযোগ করেছেন নোমানের বাবা মো. শুক্কর আলীর।

লিখিত অভিযোগের পর গতকাল বাদশা মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, ওই যুবককে উদ্ধারে কাজ শুরু করা হয়েছে। খুব দ্রুত তাকে উদ্ধার করতে সক্ষম হবে পুলিশ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেনীতে কাজে নিয়ে যাওয়ার কথা বলে দুর্গাপুর উপজেলার পাটলী গ্রামের নোমানকে (২১) অপহরণ করে প্রতিবেশী বাদশা মিয়া। পরে অপহরণকারী চক্রের সদস্যরা নোমানের পরিবার ও স্বজনদের কাছে মুঠোফোনে কল করে ১ লাখ ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

অপহৃত নোমান মিয়া উপজেলার বাকলজোড়া ইউনিয়নের পাটলী গ্রামের মো. শুক্কর আলীর ছেলে। এ ঘটনায় গত ২১ ফেব্রুয়ারি রাতে দুর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ করে নোমানের বাবা শুক্কর আলী। নোমানের বাবা শুক্কর আলী বলেন, নোমান তাঁর স্ত্রী ও সন্তান নিয়ে গাজীপুর কোনাবাড়ি এলাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত। গত ১৭ ফেব্রুয়ারি গ্রামের বাড়িতে বেড়াতে আসে। ওই দিন বিকেলে প্রতিবেশী বাদশা মিয়া তাকে ফেনীতে নিয়ে যায়।

সেখান থেকে মুঠোফোনে তাকে আটকে রাখা, শারীরিকভাবে নির্যাতন ও মুক্তিপণের বিষয়টি নোমানের ছোট বোন নুরজাহানকে অবহিত করে। বাদশা মিয়া ও ফেনীর লাবু মিয়া নামে দুজনের নেতৃত্বে নোমানকে অপহরণের ঘটনা ঘটে।

মুক্তিপণের টাকা দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোর মাধ্যমে শিকলে বাঁধা ছবি, পলিথিনের ব্যাগে রাখা গাঁজা ও মারধরের একটি ভিডিও নোমানের বড় ভাই শামীমের মুঠোফোনে পাটায় চক্রটি।

যুবক অপহরণের বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান বলেন, ‘যুবককে অপহরণের ঘটনাস্থল ফেনী হলেও নিজ বাড়ি দুর্গাপুর উপজেলার পাটলী গ্রামে। ফলে ওই অপহৃত যুবকের উদ্ধারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি।

বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও তিনি জানান। মঙ্গলবার দুপুরে পাটলী গ্রামের বাড়ি থেকে অভিযুক্ত বাদশা মিয়াকে আটক করা হয়েছে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সি বলেন, আমরা ওই যুবককে উদ্ধারে কাজ শুরু করেছি। আশা করছি খুব দ্রুত তাকে উদ্ধার করতে সক্ষম হবো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত