Ajker Patrika

ওয়ার্ডে দুই প্রার্থীর একই প্রতীক

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৮: ১৩
Thumbnail image

লালমনিরহাটের হাতীবান্ধায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই ইউপি সদস্য প্রার্থীর একই প্রতীকের (মোরগ) পোস্টার পাওয়া গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও উপজেলায় চলছে আলোচনা-সমালোচনা। তা ছাড়া বিভ্রান্তের মধ্যে পড়েছেন সংশ্লিষ্ট ভোটাররা।

একই প্রতীকের পোস্টার ছাপানো ওই দুই সদস্য প্রার্থী হলেন উপজেলার সিংগীমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নুরুজ্জামান ও মো. মোক্তারুজ্জামান তুহিন।

জানা গেছে, আগামী ২৬ ডিসেম্বর হাতীবান্ধা উপজেলার ১২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন। গত ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয় উপজেলা নির্বাচন কমিশন। এতে মোরগ প্রতীক পান আক্তারুজ্জামান তুহিন। আর টিউবওয়েল প্রতীক পায় নুরুজ্জামান। এরপরেও দুজনই মোরগ প্রতীক দিয়ে পোস্টার ছাপিয়েছেন। এতে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন সাধারণ ভোটারেরা।

এ বিষয়ে মোক্তারুজ্জামান তুহিন বলেন, ‘আমি মোরগ প্রতীক পেয়েছি। তাঁর সমস্ত কাগজপত্র আমার কাছে আছে। কিন্তু নুরুজ্জামান কী কারণে মোরগ প্রতীক দিয়ে পোস্টার ছাপিয়েছেন তা আমার জানা নেই।’

এ বিষয়ে নুরুজ্জামান বলেন, ‘আমি টিউবওয়েল প্রতীক পেয়েছি। ভুল বসত মোরগ প্রতীকের পোস্টার ছাপানো হয়েছে। পরে তা সংশোধন করা হয়।’

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত