Ajker Patrika

৮৮৯টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

নীলফামারী প্রতিনিধি
৮৮৯টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

শরৎ এসেছে অনেক দিন। আর কয়েক দিন পরই শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব দুর্গাপূজা। নীলফামারীতে এবার ৮৮৯টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। এখন মণ্ডপে মণ্ডপে পুরোদমে চলছে প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ।

এদিকে সনাতন ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপন করতে পারে সে জন্য বিভিন্ন প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছে জেলা ও পুলিশ প্রশাসন।

২৫ সেপ্টেম্বর মহালয়া। এদিন থেকেই শুরু হবে দেবীপক্ষের সূচনা। ১ অক্টোবর বোধনের মাধ্যমে শুরু হবে ষষ্ঠীপূজা। ৫ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসবের সব আনুষ্ঠানিকতা।

উপজেলার কয়েকটি মণ্ডপ ঘুরে দেখা গেছে, প্রতিমা তৈরিতে শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। প্রতিটি মণ্ডপে তৈরি হচ্ছে দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ, অসুর ও শিবের মূর্তি। নিখুঁতভাবে মনের মাধুরী মিশিয়ে কারিগরেরা তৈরি করছেন প্রতিমা।

নীলফামারীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, ‘সনাতন ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপন করতে পারেন নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত