Ajker Patrika

গানের ভিডিওতে দিলারা জামান ও কায়েস আরজু

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১১: ০৭
গানের ভিডিওতে দিলারা জামান ও কায়েস আরজু

২৫ বছর আগে প্রথম কুমার বিশ্বজিতের গাওয়া মাকে নিয়ে একটি গানে মডেল হয়েছিলেন অভিনেত্রী দিলারা জামান। এবার ‘মা’ নিয়ে আরও একটি গানের মডেল হলেন তিনি। মনির খানের গাওয়া গানের শিরোনাম ‘মা জননী’। গানটি লিখেছেন প্রসেনজিৎ মণ্ডল, সুর ও সংগীত করেছেন আলামিন খান। এরই মধ্যে গানের মিউজিক ভিডিও নির্মাণ সম্পন্ন হয়েছে। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শুভ্র মেহরাজ। এতে দিলারা জামানের সন্তানের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক কায়েস আরজু।

গল্পনির্ভর মিউজিক ভিডিওতে মডেল হওয়া প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘মনির খানের গাওয়া মা জননী গানটি আমার খুব ভালো লেগেছে। তবে করোনা পরিস্থিতির কারণে কাজটি করতে চাইনি। কিন্তু যাঁরা কাজটি করেছেন, তাঁরা আমাকে নিয়েই করবেন বলে অপেক্ষা করছিলেন। তাই স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সঙ্গে কাজটি করা হয়েছে। আমার ছেলের চরিত্রে অভিনয় করেছে কায়েস আরজু। ভালো অভিনয় করেছে সে।’

কায়েস আরজু বলেন, ‘নতুন বছরে এটা আমার প্রথম কাজ। শ্রদ্ধেয় দিলারা জামান এ দেশের একজন বড় মাপের অভিনেত্রী। তাঁর সঙ্গে কাজ করতে পারা ভীষণ সৌভাগ্যের। আমি সত্যি ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম, তাঁর সঙ্গে নানান দৃশ্যে কাজ করতে গিয়ে। তাঁর চোখমুখে যে মায়া, যে আদর, স্নেহ ও ভালোবাসা, তা যেন অভিনয়কে আরও বাস্তব করে তুলেছে। মা জননী গানটি ইউটিউবে প্রকাশ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...