নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাঠে ধবলধোলাইয়ের আরেকটি সুযোগ বাংলাদেশের সামনে। গায়ানায় এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে তামিমের দল। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের কাছে ধবলধোলাই হলেও এবার ওয়ানডে সিরিজে একই সুযোগ বাংলাদেশের সামনে।
টেস্ট ও টি-টোয়েন্টিতে টানা হারে ক্লান্ত হয়ে পড়া একটা দলে কী এক জাদুর ছোঁয়ায় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে উল্টো ছড়ি ঘোরাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ওপর। টানা দুই ম্যাচ জিতে এরই মধ্যে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছেন তামিম-লিটনরা। আজ শেষ ম্যাচে হারাতে পারলেই তৃতীয়বারের মতো ক্যারিবীয়দের হোয়াইটওয়াশের
স্বাদ দিতে পারবে বাংলাদেশ।
টেস্ট ও টি-টোয়েন্টি এখনো গোলকধাঁধা হয়ে থাকলেও ওয়ানডেতে উইন্ডিজকে হারিয়ে বাংলাদেশ আবারও বোঝাতে পেরেছে, এ সংস্করণে তারা কতটা অপ্রতিরোধ্য। গত ছয় মাসে যে তিনটি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ, কোনোটিই হারেনি। ফেব্রুয়ারিতে ঘরের মাঠে আফগানিস্তানের পর মার্চে দক্ষিণ আফ্রিকাতেও সিরিজ জিতেছিলেন তামিম-লিটনরা। এবার উইন্ডিজে সিরিজ জিতে আরও একধাপ এগিয়ে গেলেন তাঁরা। যদিও এ সিরিজ আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ নয়। কিন্তু তাতে এ সাফল্য ম্লান হচ্ছে না।
ওয়ানডেতে এখন পর্যন্ত ৩১টি দ্বিপক্ষীয় সিরিজ জিতেছে বাংলাদেশ। এর মধ্যে ১৫টিতে প্রতিপক্ষকে ধবলধোলাই করেছে তারা। সবচেয়ে বেশি (ছয় বার) বাংলাদেশের কাছে ধবলধোলাই হয়েছে জিম্বাবুয়ে। দুবার হোয়াইটওয়াশ হওয়া উইন্ডিজকে তৃতীয়বার সে তিক্ত স্বাদ দিতে পারবে কি না, সেটিই দেখার।
ক্যারিবিয়ান দ্বীপে আগের চার সফরের দুবার ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০০৯ সালে সাকিব আল হাসানদের কাছে প্রথমবার ধবলধোলাই হয়েছিল উইন্ডিজ। ২০১৪ সালে সিরিজ হারলেও চার বছর পর ২০১৮ সালেও ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ জিতেছিল মাশরাফির দল। গত পাঁচ-ছয় বছরে ওয়ানডেতে বাংলাদেশ নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে। এ সময়ে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ছাড়া টেস্ট খেলুড়ে সব দেশের বিপক্ষেই সিরিজ জিতেছে তারা।
যেহেতু সিরিজ নিশ্চিত হয়েছে আগেই, আজ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া সিরিজের শেষ ম্যাচে নিজেদের বেঞ্চ বাজিয়ে দেখতে চায় বাংলাদেশ। গত ম্যাচে জেতার পর বেঞ্চের খেলোয়াড়দের পরখ করে দেখার ইঙ্গিত দিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল। যদি সেটাই হয়, নিজেদের প্রমাণ করার একটা সুযোগ পেতে পারেন এনামুল হক বিজয়, তাইজুল ইসলাম, ইবাদত হোসেনদের মতো ডাগ আউটে বসা থাকা ক্রিকেটাররা।
প্রথম দুই ম্যাচে ঘূর্ণিতে প্রতিপক্ষ ব্যাটারদের কঠিন পরীক্ষা নিয়েছেন মেহেদী হাসান মিরাজ-নাসুম আহমেদ। গায়ানার মন্থর উইকেটে আজ শেষ ম্যাচেও তাঁদের কাছে একই পারফরম্যান্স দেখতে চাইবে বাংলাদেশ।
এ সিরিজের পর বাংলাদেশ চলে যাবে জিম্বাবুয়েতে। গত বছর তাদের ধবলধোলাই করার রেকর্ড আছে তামিমদের। এবারও শক্তিশালী দল নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার ভাবনা বাংলাদেশের। তার আগে ওয়েস্ট ইন্ডিজের শেষটা বাংলাদেশ রাঙাতে চায় টানা জিতে।
১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাঠে ধবলধোলাইয়ের আরেকটি সুযোগ বাংলাদেশের সামনে। গায়ানায় এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে তামিমের দল। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের কাছে ধবলধোলাই হলেও এবার ওয়ানডে সিরিজে একই সুযোগ বাংলাদেশের সামনে।
টেস্ট ও টি-টোয়েন্টিতে টানা হারে ক্লান্ত হয়ে পড়া একটা দলে কী এক জাদুর ছোঁয়ায় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে উল্টো ছড়ি ঘোরাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ওপর। টানা দুই ম্যাচ জিতে এরই মধ্যে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছেন তামিম-লিটনরা। আজ শেষ ম্যাচে হারাতে পারলেই তৃতীয়বারের মতো ক্যারিবীয়দের হোয়াইটওয়াশের
স্বাদ দিতে পারবে বাংলাদেশ।
টেস্ট ও টি-টোয়েন্টি এখনো গোলকধাঁধা হয়ে থাকলেও ওয়ানডেতে উইন্ডিজকে হারিয়ে বাংলাদেশ আবারও বোঝাতে পেরেছে, এ সংস্করণে তারা কতটা অপ্রতিরোধ্য। গত ছয় মাসে যে তিনটি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ, কোনোটিই হারেনি। ফেব্রুয়ারিতে ঘরের মাঠে আফগানিস্তানের পর মার্চে দক্ষিণ আফ্রিকাতেও সিরিজ জিতেছিলেন তামিম-লিটনরা। এবার উইন্ডিজে সিরিজ জিতে আরও একধাপ এগিয়ে গেলেন তাঁরা। যদিও এ সিরিজ আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ নয়। কিন্তু তাতে এ সাফল্য ম্লান হচ্ছে না।
ওয়ানডেতে এখন পর্যন্ত ৩১টি দ্বিপক্ষীয় সিরিজ জিতেছে বাংলাদেশ। এর মধ্যে ১৫টিতে প্রতিপক্ষকে ধবলধোলাই করেছে তারা। সবচেয়ে বেশি (ছয় বার) বাংলাদেশের কাছে ধবলধোলাই হয়েছে জিম্বাবুয়ে। দুবার হোয়াইটওয়াশ হওয়া উইন্ডিজকে তৃতীয়বার সে তিক্ত স্বাদ দিতে পারবে কি না, সেটিই দেখার।
ক্যারিবিয়ান দ্বীপে আগের চার সফরের দুবার ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০০৯ সালে সাকিব আল হাসানদের কাছে প্রথমবার ধবলধোলাই হয়েছিল উইন্ডিজ। ২০১৪ সালে সিরিজ হারলেও চার বছর পর ২০১৮ সালেও ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ জিতেছিল মাশরাফির দল। গত পাঁচ-ছয় বছরে ওয়ানডেতে বাংলাদেশ নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে। এ সময়ে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ছাড়া টেস্ট খেলুড়ে সব দেশের বিপক্ষেই সিরিজ জিতেছে তারা।
যেহেতু সিরিজ নিশ্চিত হয়েছে আগেই, আজ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া সিরিজের শেষ ম্যাচে নিজেদের বেঞ্চ বাজিয়ে দেখতে চায় বাংলাদেশ। গত ম্যাচে জেতার পর বেঞ্চের খেলোয়াড়দের পরখ করে দেখার ইঙ্গিত দিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল। যদি সেটাই হয়, নিজেদের প্রমাণ করার একটা সুযোগ পেতে পারেন এনামুল হক বিজয়, তাইজুল ইসলাম, ইবাদত হোসেনদের মতো ডাগ আউটে বসা থাকা ক্রিকেটাররা।
প্রথম দুই ম্যাচে ঘূর্ণিতে প্রতিপক্ষ ব্যাটারদের কঠিন পরীক্ষা নিয়েছেন মেহেদী হাসান মিরাজ-নাসুম আহমেদ। গায়ানার মন্থর উইকেটে আজ শেষ ম্যাচেও তাঁদের কাছে একই পারফরম্যান্স দেখতে চাইবে বাংলাদেশ।
এ সিরিজের পর বাংলাদেশ চলে যাবে জিম্বাবুয়েতে। গত বছর তাদের ধবলধোলাই করার রেকর্ড আছে তামিমদের। এবারও শক্তিশালী দল নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার ভাবনা বাংলাদেশের। তার আগে ওয়েস্ট ইন্ডিজের শেষটা বাংলাদেশ রাঙাতে চায় টানা জিতে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪