Ajker Patrika

চাকরির নামে প্রতারণা ফুটেজে শনাক্ত প্রতারক

গৌরীপুর প্রতিনিধি
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ১৬
চাকরির নামে প্রতারণা ফুটেজে শনাক্ত প্রতারক

গৌরীপুর পৌরসভায় চাকরি দেওয়ার নামে প্রতারণা করে বিভিন্নজনের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পৌর কর্তৃপক্ষ। আটক হওয়া যুবক বোকাইনগর ইউনিয়নের মো. সজিব মণ্ডল।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, গতকাল রোববার সকালে নরসিংদীর বেলাব উপজেলার মো. সজিব নামে এক ব্যক্তি তাঁর জীবনবৃত্তান্তসহ গৌরীপুর পৌর কার্যালয়ে আসেন। এর আগে গত বৃহস্পতিবার কুড়িগ্রামের রৌমারি উপজেলার একজন জীবনবৃত্তান্তসহ আবেদন জমা দিতে এসেছিলেন। এ সময় কর্মকর্তারা তাঁকে জানান, পৌরসভায় কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।

বিষয়টি সন্দেহজনক হওয়ায় কর্মকর্তারা সজিবের কাছে বিস্তারিত জানতে চান। তখন জানতে পারেন, সজিব মণ্ডল নামে স্থানীয় এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মেসেঞ্জার গ্রুপে জানিয়েছেন, গৌরীপুর পৌরসভায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তিনি নিজেকে পৌরসভার কর্মকর্তা হিসেবে পরিচয় দেন।

আগ্রহীদের কাছ থেকে সজিব প্রাথমিকভাবে ২০ হাজার টাকা করে নিয়েছেন। তাঁরা আরও জানতে পারেন, প্রতারক সজিব পৌরসভায় যাতায়াত করেন। তখন সিসি ক্যামেরার ফুটেজ দেখে সজিব মণ্ডলকে শনাক্ত করেন প্রতারণার শিকার মো. সজিব। পরে কর্মকর্তারা পৌর মেয়রকে বিষয়টি অবহিত করেন। আটকের পর রোববার দুপুরে পৌর মেয়র তাঁর ছবিসহ ফেসবুকে একটি পোস্ট দেন ও এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকতে বলেন।

মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ‘পৌরসভায় চাকরি দেওয়ার নামে বিভিন্ন জনের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন সজিব মণ্ডল। সিসি ফুটেজ দেখে তাঁকে শনাক্তের পর আটক করা হয়েছে। তাঁর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ‘প্রতারক আটকের বিষয়ে পৌরসভা থেকে কিছু জানানো হয়নি। জানালে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত