মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নারায়ণপুর বাজার। প্রতিদিন এ বাজারের ব্যবসায়ীদের লাখ লাখ টাকার মালামাল ওঠানো হয় বাজারের পাশে বোয়ালজুড়ি খালপাড়ে গড়ে ওঠা নৌঘাট দিয়েই।
কিন্তু বর্তমানে ময়লা-আবর্জনা স্তূপ হয়ে আছে এই ঘাটে। স্তূপে প্লাস্টিকের খালি বোতল থেকে শুরু করে পলিথিন, কলার কাঁদিসহ পরিত্যক্ত নানা সামগ্রী পড়ে আছে। এতে মালামাল ওঠানামায় শ্রমিকদের যেমন ভোগান্তি বেড়েছে, তেমন পরিবেশের ক্ষতি হচ্ছে।
একসময়ের পরিষ্কার-পরিচ্ছন্ন এই বাজারের নৌঘাটে এখন আর পা ফেলার পরিবেশ নেই। বাজারের বর্জ্য ফেলার নির্ধারিত জায়গা না থাকায় তা ফেলা হচ্ছে এই নৌঘাটেই। এ পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে শ্রমিকেরা চাঁদপুর, নারায়ণগঞ্জ এবং ঢাকা থেকে ট্রলারে আসা মালামাল বাজারের বিভিন্ন দোকানে পৌঁছে দিচ্ছে।
এ বিষয়ে কথা হয় নারায়ণপুর বাজারের শ্রমিক সর্দার মো. মিজানুর রহমানের সঙ্গে। তিনি তাদের দুর্দশার কথা তুলে ধরে বলেন, প্রতিদিন ব্যবসায়ীদের লাখ লাখ টাকার মালামাল ঝুঁকি নিয়ে এই ঘাট দিয়ে পৌঁছে দেওয়া হয় বিভিন্ন দোকানে। কিন্তু ঘাটের মধ্যে পা ফেলার পরিবেশ নেই। পুরো বাজারের ময়লা-আবর্জনায় নৌঘাটের অস্তিত্ব এখন বিলীনের পথে। এ ছাড়া অসহনীয় দুর্গন্ধ তো আছেই।
নাম প্রকাশে অনিচ্ছুক নারায়ণপুর বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, নিরুপায় হয়ে এই ঘাটে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। বাজার কর্তৃপক্ষ উপযুক্ত জায়গা নির্বাচন করে দিলে যথাযথ নিয়ম মেনে ময়লা ফেলবে সবাই।
এ ব্যাপারে কথা বলেন নারায়ণপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন। তিনি বলেন, নারায়ণপুর বাজার অনেক পুরোনো ও বড় বাজার। এখানে প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য উৎপাদিত হয়। এই বর্জ্য অপসারণ করার জন্য সবার সদিচ্ছা থাকলেও বাজারের আশপাশে সরকারি কোনো খাস সম্পত্তি পরিত্যক্ত অবস্থায় নেই—যেখানে বাজারের বর্জ্য ফেলা যেত।
এক প্রশ্নের জবাবে ইউপি চেয়ারম্যান বলেন, ‘বর্জ্য অপসারণের এ সমস্যা সমাধানের চেষ্টায় আছি। তবে আপাতত আমাদের কিছু করার নেই।’
বর্জ্য অপসারণ নিয়ে কথা বলেন বণিক সমিতির সভাপতি সফিকুল ইসলাম স্বপন মজুমদার। তিনি বলেন, বাজারের বর্জ্য অপসারণের জন্য উপযুক্ত জায়গা না থাকায় যথাযথ ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। দোকাদারদের উৎপাদিত বর্জ্য বোয়ালজুড়ি খালে ফেলার জন্য এই স্থানটি ব্যবহার করে। ফলে নৌঘাট ভাগাড়ে পরিণত হয়েছে। ঘাটটি পাকা করার পরিকল্পনা রয়েছে। এছাড়া ময়লা রাখার জন্য বড় একটি ট্যাংকি করারও ইচ্ছা আছে। কিন্তু এ কাজে পর্যাপ্ত বরাদ্দ পাওয়া যাচ্ছে না।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নারায়ণপুর বাজার। প্রতিদিন এ বাজারের ব্যবসায়ীদের লাখ লাখ টাকার মালামাল ওঠানো হয় বাজারের পাশে বোয়ালজুড়ি খালপাড়ে গড়ে ওঠা নৌঘাট দিয়েই।
কিন্তু বর্তমানে ময়লা-আবর্জনা স্তূপ হয়ে আছে এই ঘাটে। স্তূপে প্লাস্টিকের খালি বোতল থেকে শুরু করে পলিথিন, কলার কাঁদিসহ পরিত্যক্ত নানা সামগ্রী পড়ে আছে। এতে মালামাল ওঠানামায় শ্রমিকদের যেমন ভোগান্তি বেড়েছে, তেমন পরিবেশের ক্ষতি হচ্ছে।
একসময়ের পরিষ্কার-পরিচ্ছন্ন এই বাজারের নৌঘাটে এখন আর পা ফেলার পরিবেশ নেই। বাজারের বর্জ্য ফেলার নির্ধারিত জায়গা না থাকায় তা ফেলা হচ্ছে এই নৌঘাটেই। এ পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে শ্রমিকেরা চাঁদপুর, নারায়ণগঞ্জ এবং ঢাকা থেকে ট্রলারে আসা মালামাল বাজারের বিভিন্ন দোকানে পৌঁছে দিচ্ছে।
এ বিষয়ে কথা হয় নারায়ণপুর বাজারের শ্রমিক সর্দার মো. মিজানুর রহমানের সঙ্গে। তিনি তাদের দুর্দশার কথা তুলে ধরে বলেন, প্রতিদিন ব্যবসায়ীদের লাখ লাখ টাকার মালামাল ঝুঁকি নিয়ে এই ঘাট দিয়ে পৌঁছে দেওয়া হয় বিভিন্ন দোকানে। কিন্তু ঘাটের মধ্যে পা ফেলার পরিবেশ নেই। পুরো বাজারের ময়লা-আবর্জনায় নৌঘাটের অস্তিত্ব এখন বিলীনের পথে। এ ছাড়া অসহনীয় দুর্গন্ধ তো আছেই।
নাম প্রকাশে অনিচ্ছুক নারায়ণপুর বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, নিরুপায় হয়ে এই ঘাটে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। বাজার কর্তৃপক্ষ উপযুক্ত জায়গা নির্বাচন করে দিলে যথাযথ নিয়ম মেনে ময়লা ফেলবে সবাই।
এ ব্যাপারে কথা বলেন নারায়ণপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন। তিনি বলেন, নারায়ণপুর বাজার অনেক পুরোনো ও বড় বাজার। এখানে প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য উৎপাদিত হয়। এই বর্জ্য অপসারণ করার জন্য সবার সদিচ্ছা থাকলেও বাজারের আশপাশে সরকারি কোনো খাস সম্পত্তি পরিত্যক্ত অবস্থায় নেই—যেখানে বাজারের বর্জ্য ফেলা যেত।
এক প্রশ্নের জবাবে ইউপি চেয়ারম্যান বলেন, ‘বর্জ্য অপসারণের এ সমস্যা সমাধানের চেষ্টায় আছি। তবে আপাতত আমাদের কিছু করার নেই।’
বর্জ্য অপসারণ নিয়ে কথা বলেন বণিক সমিতির সভাপতি সফিকুল ইসলাম স্বপন মজুমদার। তিনি বলেন, বাজারের বর্জ্য অপসারণের জন্য উপযুক্ত জায়গা না থাকায় যথাযথ ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। দোকাদারদের উৎপাদিত বর্জ্য বোয়ালজুড়ি খালে ফেলার জন্য এই স্থানটি ব্যবহার করে। ফলে নৌঘাট ভাগাড়ে পরিণত হয়েছে। ঘাটটি পাকা করার পরিকল্পনা রয়েছে। এছাড়া ময়লা রাখার জন্য বড় একটি ট্যাংকি করারও ইচ্ছা আছে। কিন্তু এ কাজে পর্যাপ্ত বরাদ্দ পাওয়া যাচ্ছে না।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫