Ajker Patrika

বাগাতিপাড়ায় ভোটের মাঠে ২৭৭ প্রার্থী

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৮: ০৩
Thumbnail image

নাটোরের বাগাতিপাড়ায় তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) ৬৪ পদের বিপরীতে ভোটের মাঠে নেমেছেন ২৭৭ জন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ২৬ জন। সংরক্ষিত মহিলা ১৫ পদের বিপরীতে লড়ছেন ৫৯ জন এবং সাধারণ সদস্যের (মেম্বার) ৪৪ পদের বিপরীতে লড়ছেন ১৯২ জন। এর মধ্যে বাগাতিপাড়া সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য আব্দুল্লাহ শেখ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

স্থানীয় ভোটারেরা জানিয়েছেন, সব প্রার্থী ও তাঁদের সমর্থকেরা বাড়ি-বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট কামনা করছেন। কেউ বা মাথায় হাত রেখে দোয়া নিচ্ছেন। সবকিছু মিলে ভোটকে কেন্দ্র করে উপজেলাজুড়ে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

ফাগুয়াড়দিয়াড় ইউপি নির্বাচনে জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী আকরাম হোসেন পিন্টু বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে। নির্বাচনী প্রচারণায় তিনি কোনো বাধার সম্মুখীন হননি। সুষ্ঠু ভোট হবে বলে প্রত্যাশা তাঁর।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরিবেশ সুষ্ঠু রাখতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সব সময় মাঠে রয়েছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত