Ajker Patrika

কাটা ধান পানির নিচে

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৬: ১১
কাটা ধান পানির নিচে

ডুমুরিয়ায় গত কয়েক দিনে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। ভারী বর্ষণে উপজেলার বেশির ভাগ আমনখেত নুয়ে পড়েছে। নষ্ট হয়েছে সবজিখেত।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর ডুমুরিয়া উপজেলায় মোট ১৫ হাজার ৬২৫ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৭৮ হাজার ১২৫ মেট্রিক টন।

কিন্তু এই অসময়ে বৃষ্টির কারণে ৫ হাজার ৫০০ হেক্টর জমির ধান এখনো মাঠে রয়েছে। বোরো মৌসুমে ১৩০ হেক্টর জমিতে বীজতলা করা হয়েছিল। তার মধ্যে ৫ হেক্টর জমির বীজতলা নষ্ট হয়েছে। ১৩০ হেক্টর জমির সরিষার মধ্যে ৬ হেক্টর ও ২ হাজার ৫ হেক্টর জমির সবজির মধ্যে ১০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সরজমিনে উপজেলার চুকনগর বিল, কুড়ির বিল, মালতিয়ার বিল, কুলবাড়িয়ার বিলসহ কয়েকটি বিলে গিয়ে দেখা গেছে অনেকের খেতের ধান কাটা অবস্থায় পানির ওপর ভাসছে। অনেকের পাকা ও আধা পাকা ধানের ওপর এক থেকে দেড় হাত পানি উঠে গেছে।

তা ছাড়া শীত মৌসুমে সবজি ও শস্য উৎপাদনের অন্যতম ভান্ডার হিসেবে খ্যাত ডুমুরিয়া উপজেলার চাষিরা ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা করছেন। উপজেলার পূর্বাঞ্চলের ভবদহ জলাবদ্ধ এলাকার মানুষ এই বৃষ্টিতে বেশি ভোগান্তির শিকার হবে বলে ওই এলাকার কয়েকজন ভুক্তভোগী জানান।

এ ব্যাপারে কৃষক আবদুল হাই, ইদ্রিস আলী, আবদুল মালেক গাজি, মাসুদ সরদার বলেন, ‘মাছ চাষের পাশাপাশি মৎস্য ঘেরের আইলে শিম চাষ করেছিলাম। ফলনও ভালো হয়েছে। কিন্তু অসময়ে বৃষ্টির কারণে গাছ অধিকাংশ শিম গাছ হেলে পড়েছে। শিমও নষ্ট হয়েছে প্রচুর।’

কৃষক রফিকুল ইসলাম গাজি, হেলাল হোসেন, হাফিজুর রহমান বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এ বছর ধানের বাম্পার হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে সব নষ্ট হয়ে গেছে।’

কৃষকদের দাবি পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই এলাকা তলিয়ে যায়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোসাদ্দেক হোসেন বলেন, ‘দ্রুত বৃষ্টির পানি কমে গেলে ধানের খুব বেশি ক্ষতি হবে না। তবে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করব।’

এদিকে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব উপকূলবর্তী এলাকা ছেড়ে খুলনা অঞ্চলে আঘাত হানতে পারে এমন আশঙ্কা জানিয়েছে আবহাওয়া দপ্তর। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে জনসাধারণকে সতর্ক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত