Ajker Patrika

স্বামী থাকতেও নিগৃহীতার ভাতা নেন সদস্য প্রার্থী

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৫: ২২
স্বামী থাকতেও নিগৃহীতার ভাতা নেন সদস্য প্রার্থী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বামী থাকতেও স্বামী নিগৃহীতা হিসেবে ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে সাধনা রানী বিশ্বাস নামের এক ইউপি সদস্য প্রার্থীর বিরুদ্ধে। গত বছর থেকে স্বামী নিগৃহীতা হিসেবে ভাতা নিচ্ছেন তিনি। সাধনা রানী বিশ্বাস পাটগাতী ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসন ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী।

এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। তবে প্রভাবশালী হওয়ায় তাঁর বিরুদ্ধে মুখ খুলতে ভয় পায় এলাকাবাসী। তবে সাধনার স্বামী সুষেন বিশ্বাসের দাবি, তাঁদের মধ্যে ঝামেলা হওয়ায় ওই ভাতা করেছেন সাধনা।

উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, ২০২০ সাল থেকে সাধনা রানী বিশ্বাস স্বামী নিগৃহীতা হিসেবে ভাতা পাচ্ছেন। তাঁত ভাতার কার্ড নম্বর ৬৭৮।

নাম প্রকাশ না করার শর্তে বালাডাঙ্গা গ্রামের একাধিক ব্যক্তি বলেন, সাধনা রানী বিশ্বাস ও তাঁত স্বামী দীর্ঘদিন ধরে একসঙ্গে সংসার করছেন। তাঁদের সংসারে তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। এ ছাড়া তাঁরা বালাডাঙ্গা গ্রামে বাড়ির সামনে একটি দোকান দিয়েছেন। সেই দোকানে তাঁত স্বামী সুষেন দরজির কাজ ও সাধনা মুদি দোকান চালান। কিন্তু স্বামী থাকার পরেও স্বামী নিগৃহীতা হিসেবে সাধনা কীভাবে ভাতা পান সেটাই তাঁদের প্রশ্ন।

তাঁরা আরও বলেন, সাধনার পারিবারিক অবস্থা খুবই ভালো থাকা সত্ত্বেও তিনি ভাতা পান। কিন্তু এলাকায় অনেক দরিদ্র ও স্বামী পরিত্যক্তা নারীরা ভাতা পান না। তাই প্রশাসনের প্রতি সাধনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য প্রার্থী সাধনা বিশ্বাস কোনো কথা বলতে রাজি হননি। তাঁত স্বামী সুষেন বিশ্বাস বলেন, তাঁরা বেশ কিছুদিন একসঙ্গে ছিলেন না। তাই হয়তো স্বামী নিগৃহীতা হিসেবে সাধনা ভাতা করেছেন। কিন্তু তিনি জানার পর সাধনাকে দিয়ে সমাজসেবা কার্যালয়ে ভাতা বন্ধ করার জন্য আবেদন করিয়েছেন।

টুঙ্গিপাড়া সমাজসেবা কর্মকর্তা মানব রঞ্জন বাছাড় বলেন, ভাতা করার সময় কেউ সত্য গোপন করলে তাঁদের যাচাই-বাছাইয়ের কোনো সুযোগ থাকে না। কারণ সেগুলো চেয়ারম্যান-সদস্যদের মাধ্যমে কার্যালয়ে জমা হয়। তবে ভাতা বন্ধ করার জন্য ইতিমধ্যে সাধনা আবেদন করেছেন। শিগগিরই তাঁত ভাতা বন্ধ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব আবেগতাড়িত, রাষ্ট্র আবেগের ওপর চলে না: সালাহউদ্দিন

আসামিদের কোনো অনুশোচনা নেই, উল্টো সেনাবাহিনীকে রাষ্ট্রের বিরুদ্ধে উসকে দিয়েছে: চিফ প্রসিকিউটর

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

‘বিএনপি করি, শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’: সেই ইউপি সদস্য গ্রেপ্তার

পলাতক আসামিরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না, আরপিও সংশোধন অনুমোদন

এলাকার খবর
Loading...