Ajker Patrika

না থেকেও আছেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, পুনে থেকে
না থেকেও আছেন সাকিব

সাকিব আল হাসানের পুনে-ভাগ্য একেবারেই ভালো নয়। ভারতের বিপক্ষে ম্যাচের আগে চেন্নাই থেকে তিনি পুনেতে এসেছিলেন বাঁ ঊরুর চোট নিয়ে। সেই চোটের কারণে ভারতের বিপক্ষে আর খেলাই হলো না বাংলাদেশ অধিনায়কের। আবারও পুনেতে আসার আগে সাকিব বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন। এবারের চোট আঙুলে।

ভারতের বিপক্ষে সাকিব না খেললেও ওই ম্যাচের আগে আলোচনায় ছিলেন তিনি। সংবাদ সম্মেলন থেকে শুরু করে আইসিসির প্রচার—প্রতিটি জায়গায় ছিল সাকিবের উপস্থিতি। এবারও সাকিব আলোচনায়। বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে কাল যেমন ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বললেন, ‘আমরা অধিনায়ককে হারিয়ে মোটেও স্বস্তিতে নেই।’

সাকিবকে হারিয়ে কতটা চ্যালেঞ্জে পড়েছে বাংলাদেশ, সেটির ব্যাখ্যায় হাথুরু বললেন, ‘এক নম্বর অলরাউন্ডার, একজন ক্রিকেটার দুজনের কাজ করে, তাকে ছাড়া নতুন সমন্বয়ে খেলা কঠিন। সাকিব না থাকায় বোলিংয়ে যে শূন্যতা তৈরি হবে, সেটা একজন স্পিনার কিংবা একজন পেসার দিয়ে পূরণ করার চেষ্টা করব। তার ব্যাটিংয়ে মিস করতে যাচ্ছি, তার নেতৃত্বও। এটা আমাদের জন্য কঠিন।’

সাকিবকে নিয়ে অস্ট্রেলিয়ার সংবাদ সম্মেলনে নির্দিষ্ট কোনো প্রশ্ন না হলেও দলের প্রতিনিধি হয়ে আসা বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি নিজ থেকেই বললেন, ‘সাকিবের এখানে না থাকাটা অবশ্য বড় ফ্যাক্টর।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত