Ajker Patrika

দলের কমিটিতে ৩৩% পদ দাবি নারীদের

বিশ্বনাথ প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৬: ১০
দলের কমিটিতে ৩৩% পদ দাবি নারীদের

রাজনৈতিক দলের মূল কমিটিতে আরপিও অনুযায়ী নারীদের ৩৩ শতাংশ পদ দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বিশ্বনাথ উপজেলার বাসিয়া সেতুতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অপরাজিতা প্রকল্পের আওতায় নারী ফোরামের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ফোরামের সদস্য নেহারা বেগমের সভাপতিত্বে ও অপরাজিতা প্রকল্প সিলেটের প্রোগ্রাম অফিসার শিহাব উদ্দিন খানের পরিচালনায় মানববন্ধন পূর্ব সভায় বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সদস্যসচিব জয়নাল আবেদীন, গণফোরাম বিশ্বনাথ উপজেলার আহ্বায়ক তরিকুল ইসলাম, বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, সংস্কৃতিকর্মী কামাল মুন্না, ব্যবসায়ী হোসাইন আহমদ শাহিন, ফারুক আহমদ।

উপস্থিত ছিলেন উপজেলা নারী ফোরামের সদস্য মিনা বেগম, রাছনা বেগম, সুফিয়া আক্তার, দুলন রাণী দাশ, রাশেদা বেগম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত