Ajker Patrika

মুক্তিযুদ্ধের সিনেমায় নিরব-সুনেরাহ জুটি

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১৪: ৩৩
Thumbnail image

নিরব এখন ব্যস্ত ‘ক্যাসিনো’ নিয়ে। দিনের পর দিন সময় দিচ্ছেন ডাবিংয়ে। যত দ্রুত সম্ভব সিনেমাটির কাজ শেষ করে মুক্তির ঘোষণা দিতে চান পরিচালক সৈকত নাসির। এরই মধ্যে সিনেমার পোস্টার দেখা গেছে অনলাইনে। একটি ট্রেলার নির্মাণ করছেন নির্মাতা। নিরব জানিয়েছেন, ট্রেলার দেখে দর্শক মুগ্ধ হবেন। নিরবের বিপরীতে রয়েছেন শবনম বুবলী। ক্যাসিনোতে নিরব-বুবলী জুটিকে দারুণ মানিয়েছে।

গতকাল নতুন সিনেমার ঘোষণা দিলেন নিরব। গত অর্থবছরে বাংলাদেশ সরকারের অনুদান পাওয়া সিনেমাটিতে অভিনয়ের জন্য পাকা কথা হয়েছে তাঁর। সাবেক মন্ত্রী শাজাহান খান এমপির গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করছেন খ ম খুরশিদ। প্রযোজনাও করছেন তিনি। সিনেমার নাম ‘জয় বাংলার ধ্বনি’। মুক্তিযুদ্ধবিষয়ক এই সিনেমায় নিরবের বিপরীতে রয়েছেন জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। তিনি ২০১৯ সালে ‘ন ডরাই’ সিনেমায় অভিনয় করে জাতীয় পুরস্কার জিতেছেন। তাঁর অভিনীত নুহাশ হুমায়ূনের ‘মশারি’ নামের স্বল্পদৈর্ঘ্যটি এরই মধ্যে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে।

সময়ের জনপ্রিয় অনেক নায়িকার সঙ্গেই জুটি বেঁধেছেন নিরব। সুনেরাহর সঙ্গে জুটি বাঁধলেন এই প্রথম। ‘জয় বাংলার ধ্বনি’ প্রসঙ্গে নিরব বলেন, ‘আমি মনে করি, দেশের মহান মুক্তিযুদ্ধ নিয়ে সিনেমায় অভিনয় করতে পারা যেকোনো শিল্পীর জন্য গর্বের। তার ওপর সেটি যখন সরকারি অনুদানের সিনেমা হয়, তখন প্রাপ্তি আরও বেড়ে যায়। কেননা অনেক বিচার-বিবেচনায় একটি সিনেমাকে সরকারি অনুদান দেওয়া হয়। তাই প্রাথমিক পর্যায়েই ধরে নেওয়া যায়, এটা একটা ভালো গল্পের সিনেমা হবে। আমরা এরই মধ্যে গল্প ও নির্মাণ বিষয়ে আলোচনা করেছি। মুক্তিযুদ্ধবিষয়ক চমৎকার একটি গল্প দেখতে পাবেন দর্শক।’

সুনেরাহ বলেন, ‘অভিনয়ের জন্য প্রথম সিনেমাতেই জাতীয় পুরস্কার পেয়েছি। তাই দেখে-শুনে সিনেমায় অভিনয় করছি। দর্শক যেন আশাহত না হন আমার কাজে। এটিও তেমন একটি সিনেমা, যেখানে সুযোগ রয়েছে ভালো অভিনয়ের, ভালো একটা গল্প বলার।’

নিরবের কাছ থেকে জানা গেল, ১৬ সেপ্টেম্বর এই সিনেমায় চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। আর সুনেরাহ সাইন করেছেন চলতি মাসের ৯ তারিখে। এরই মধ্যে সিনেমার শুটিংয়ের তারিখ নির্ধারিত হয়েছে। ২০ থেকে ২৬ অক্টোবর এবং ১ থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলবে শুটিং। শুটিং হবে শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত