Ajker Patrika

হরকাতুল জিহাদের ৪ সদস্যের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, খুলনা
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১২: ০৫
Thumbnail image

খুলনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের ৪ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা বিভাগীয় সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক বেগম রোজিনা আক্তার এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মিজানুর রহমান তুষার (২৩), মো. ওমর ফারুক (১৮), মো. মুজাহিদুল ইসলাম (২১) ও মো. ইউসুফ আল হেলাল (২০)।

এদের মধ্যে মিজানুর রহমান তুষারকে সন্ত্রাস দমন মামলার আট ধারায় ৬ মাস এবং নয় ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার অপর তিস আসামি ওমর ফারুক, মুজাহিদুল ইসলাম ও ইউনুস আহমেদ আল হেলালকে ৮ ধারায় ৬ মাস এবং ৯ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বেঞ্চ সহকারী মো. ইকরামুল কবীর কিসমত নথির বরাত দিয়ে জানান, ২০০৮ সালের ১৪ অক্টোবর খালিশপুর থানার দারুস সালাম জামে মসজিদের সামনে থেকে হরকাতুল জিহাদ আল ইসলামের ৪ সদস্যকে গ্রেপ্তার করে র‍্যাব। ১৮ অক্টোবর র‍্যাব-৬ এর উপপরিদর্শক (এসআই) মফিজুল হক বাদী হয়ে ওই ৪ জনের বিরুদ্ধে খালিশপুর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করে। ২০১৪ সালের ২২ জুলাই সিআইডি পুলিশের পরিদর্শক সিঠু রানী দাশ ওই ৪ জনের নামে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হওয়ায় গতকাল আদালত ৪ আসামিকে এ দণ্ড দেন।

রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন বিশেষ পিপি মো. শওকত আলী (সুজা)। এ সময় খুলনা জেলা পিপি শেখ এনামুল হক উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত