Ajker Patrika

জেলা যুবদলের বিক্ষোভ পুলিশের বাধায় পণ্ড

বরগুনা প্রতিনিধি
আপডেট : ১৪ মার্চ ২০২২, ১১: ৫০
জেলা যুবদলের বিক্ষোভ পুলিশের বাধায় পণ্ড

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল। গতকাল রোববার সকালে শহরের লঞ্চঘাটসংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে বরগুনা জেলা যুবদল।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টার দিকে দলীয় কার্যালয়ের সামনের সড়ক থেকে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। এ সময় বরগুনা সদর থানা ও গোয়েন্দা পুলিশ সদস্যরা সমাবেশকে ঘিরে রাখেন। বিএনপি ও যুবদল নেতারা পুলিশের বাধা উপেক্ষা করে প্রধান সড়কে আসতে চেষ্টা করলেও একপর্যায়ে নিবৃত্ত হন।

পরে দলীয় কার্যালয়ের সামনে বরগুনা জেলা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম মোল্লার সভাপতিত্বে জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব স্বপনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহসম্পাদক আব্দুল জব্বার, জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা, জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহীন প্রমুখ।

প্রধান বক্তা সংগঠনের কেন্দ্রীয় সহসম্পাদক আব্দুল জব্বার বলেন, ‘সকারের নিয়ন্ত্রণহীন অর্থনীতির কারণে সাধারণ মানুষ এখন চরম দুঃসময় কাটাচ্ছে। লাগামহীন দুর্নীতির কুফল মানুষ চরমভাবে ভোগ করছে। ব্যর্থতার দায় নিয়ে সরকারের এখন বিদায় হওয়া উচিত। আমরা সকারের পতন চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত