Ajker Patrika

গ্রাহকের খোঁজে পল্লী বিদ্যুৎ সমিতির মাইকিং

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৪: ০৬
Thumbnail image

ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে মাইকিং শুরু করেছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালীগঞ্জ জোনাল অফিস। কালীগঞ্জ উপজেলার ১২ ইউনিয়নের কোনো ব্যক্তি এখনো বিদ্যুৎ-সংযোগ না পেয়ে থাকলে তাদের পল্লীবিদ্যুৎ অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

গতকাল সোমবার উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের ‘আলোর ফেরিওয়ালা’ লেখা ব্যানার নিয়ে পল্লীবিদ্যুতের দুজন কর্মচারীকে এমন অভিনব প্রচার চালাতে দেখা যায়।

বিষয়টি স্থানীয়রা ইতিবাচক ভাবেই দেখছেন। ওই গ্রামের কৃষক আকরাম আলী বলেন, ‘ডাক্তারের বিজ্ঞাপন, ওষুধের বিজ্ঞাপন, গরু-মহিষ জবাইয়ের মাইকিং শুনছি, এই প্রথম বিদ্যুৎ নেওয়ার জন্য মাইকিং শুনলাম। তা-ও ভালো, যারা পায়নি এবার তাঁরা যদি সংযোগ পায়।’

এ বিষয়ে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালীগঞ্জ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) পংকজ সিকদার জানান, বর্তমানে উপজেলার প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগের কাজ শেষ পর্যায়ে। ইতিমধ্যে উপজেলার ৮৪ হাজার গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এ অবস্থায় কেউ যাতে সংযোগ থেকে বঞ্চিত না হন, সে জন্যই মাইকিং করে প্রচার করা হচ্ছে।

পংকজ সিকদার বলেন, ‘এখনো যাদের সংযোগ হয়নি তাঁরা আগামী এক সপ্তাহের মধ্যে আবেদন করলেই দ্রুত সংযোগ দেওয়ার ব্যবস্থা করব। ডিসেম্বরের মধ্যে উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত