Ajker Patrika

আইজিপি কাপ কাবাডি লিগ শুরু ১৮ নভেম্বর

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৭: ০০
আইজিপি কাপ কাবাডি লিগ শুরু ১৮ নভেম্বর

ফরিদপুরে আইজিপি কাপ অনূর্ধ্ব–১৯ (বালক ও বালিকা) জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা শুরু হবে ১৮ নভেম্বর। গতকাল মঙ্গলবার সকালে শেখ জামাল স্টেডিয়াম মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।

ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জেলা পুলিশ ও করিম গ্রুপের সার্বিক সহযোগিতায় এ কাবাডি প্রতিযোগিতা হবে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাবাডিকে জাতীয় খেলা হিসেবে ঘোষণা করেন। এরপর থেকেই বাংলাদেশ কাবাডি ফেডারেশন গ্রামগঞ্জে এ খেলাকে জনপ্রিয় করতে কাজ করতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কাবাডি ফেডারেশন ও বাংলাদেশ পুলিশের উদ্যোগে জেলা এবং উপজেলা পর্যায়ে আইজিপি কাপ অনূর্ধ্ব–১৯ (বালক ও বালিকা) শুরু হতে যাচ্ছে। তিনি আরও জানান, আইজিপি কাপ অনূর্ধ্ব–১৯ নয়টি উপজেলা দল অংশগ্রহণ করবে। খেলা শেষ হবে ২১ নভেম্বর। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল ১০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি এবং রানার আপ দল ৬ হাজার টাকা এবং ট্রফি পাবে।

সংবাদ সম্মেলনে জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মজিবুল হক ফিরোজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত