কুমিল্লা প্রতিনিধি
আজ ৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে কুমিল্লা নগর থেকে পাকিস্তান সেনাবাহিনী পিছু হটতে বাধ্য হয়। নগরের নিয়ন্ত্রণ নেন বীর মুক্তিযোদ্ধারা।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কুমিল্লা জেলা কমান্ডার শফিউল আহমেদ বাবুল জানান, কুমিল্লা অঞ্চলের দায়িত্বে থাকা ইন্ডিয়ান ৪র্থ কোরের ২৩ মাউন্টেন ডিভিশনের মেজর জেনারেল আর ডি হিরার নেতৃত্বাধীন ভারতীয় মিত্রবাহিনীর সহায়তায় মুক্তিযোদ্ধারা ৭ ডিসেম্বর রাতে চারদিক থেকে নগরকে ঘিরে ফেলে। শুরু হয় লড়াই। এই লড়াইয়ে মুক্তিবাহিনীর কে ও এস ফোর্স যোগ দেয়।
পরের দিন ৮ ডিসেম্বর হার মানে হানাদারেরা। ওই দিন বিকেলে মুক্ত কুমিল্লার প্রথম প্রশাসক আহাম্মদ আলীর নেতৃত্বে নগরীর টাউন হল মাঠে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়।
কুমিল্লা নগরে মুক্তিবাহিনীর প্রবেশের কথা জানান বীর মুক্তিযোদ্ধা নন্দন চৌধুরী। তাঁর ভাষ্য মতে ‘প্রথমে মুক্তিবাহিনী মিয়াবাজার থেকে সুয়াগাজীতে কোম্পানি কমান্ডারের সঙ্গে একত্রিত হয়। পরে সুয়াগাজী হয়ে এয়ারপোর্টে ঢুকে মুক্তিবাহিনী।’
স্বাধীনতাযুদ্ধের প্রথম প্রহরেই হানাদার বাহিনী হত্যা করে কুমিল্লার তৎকালীন জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে। এরপর দীর্ঘ যুদ্ধে পাকিস্তানি বাহিনীর হাতে নিহত হয় কুমিল্লার হাজারো নিরীহ জনতা। কুমিল্লার বিভিন্ন স্থানের অরক্ষিত বধ্যভূমি ও গণ-কবর পাকিস্তানি বাহিনীর বর্বর এ হত্যাযজ্ঞের সাক্ষ্য বহন করে চলেছে।
যুদ্ধকালীন জেলা কমান্ডার ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক ওমর ফারুক বলেন, দীর্ঘ যুদ্ধে হানাদার বাহিনী নিরীহ বাঙালিদের গণহত্যা করে মাটিচাপা দেয়। কুমিল্লা সার্ভে ইনস্টিটিউট ক্যাম্পাস, লাকসাম, বেতিয়রা এবং দেবিদ্বারসহ বিভিন্ন এলাকায় রয়েছে গণকবর ও বধ্যভূমি। এগুলো সংরক্ষণের দাবি করেন তিনি। বিভিন্ন এলাকায় অরক্ষিত গণকবর ও বধ্যভূমিসহ যুদ্ধের স্মৃতি চিহ্নগুলো সংরক্ষণে সরকারের প্রতি আর্থিক বরাদ্দেরও দাবি জানান যুদ্ধকালীন এই জেলা কমান্ডার।
মুক্ত দিবসের কর্মসূচি
প্রতিবছরের মতো এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে আজ বুধবার পালিত হবে কুমিল্লা মুক্ত দিবস। এ উপলক্ষে আজ কর্মসূচি হাতে নিয়েছে কুমিল্লা জেলা প্রশাসন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে আজ বুধবার বেলা ১২টায় নগরীর টাউন হল থেকে একটি শোভাযাত্রা বের হয়ে নগর উদ্যানে গিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বিকেলে টাউন হলে শিখা প্রজ্বালন করা হবে। সন্ধ্যায় টাউন হল শহীদ রফিকুল ইসলাম মঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তা ছাড়া বিকেলে বীর মুক্তিযোদ্ধাসহ সব শ্রেণি পেশার মানুষের সমন্বয়ে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মহাসমাবেশ।
এতে কুমিল্লা অঞ্চলের প্রায় ৮০০ মুক্তিযোদ্ধা এ সমাবেশে অংশ নেবেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ‘পথে পথে বিজয়’ শিরোনামে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে এ আঞ্চলিক মহাসমাবেশ আয়োজন করা হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এতে সভাপতিত্ব করবেন। প্রধান অতিথি থাকবেন কুমিল্লা সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার। বিকেলে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আজ ৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে কুমিল্লা নগর থেকে পাকিস্তান সেনাবাহিনী পিছু হটতে বাধ্য হয়। নগরের নিয়ন্ত্রণ নেন বীর মুক্তিযোদ্ধারা।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কুমিল্লা জেলা কমান্ডার শফিউল আহমেদ বাবুল জানান, কুমিল্লা অঞ্চলের দায়িত্বে থাকা ইন্ডিয়ান ৪র্থ কোরের ২৩ মাউন্টেন ডিভিশনের মেজর জেনারেল আর ডি হিরার নেতৃত্বাধীন ভারতীয় মিত্রবাহিনীর সহায়তায় মুক্তিযোদ্ধারা ৭ ডিসেম্বর রাতে চারদিক থেকে নগরকে ঘিরে ফেলে। শুরু হয় লড়াই। এই লড়াইয়ে মুক্তিবাহিনীর কে ও এস ফোর্স যোগ দেয়।
পরের দিন ৮ ডিসেম্বর হার মানে হানাদারেরা। ওই দিন বিকেলে মুক্ত কুমিল্লার প্রথম প্রশাসক আহাম্মদ আলীর নেতৃত্বে নগরীর টাউন হল মাঠে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়।
কুমিল্লা নগরে মুক্তিবাহিনীর প্রবেশের কথা জানান বীর মুক্তিযোদ্ধা নন্দন চৌধুরী। তাঁর ভাষ্য মতে ‘প্রথমে মুক্তিবাহিনী মিয়াবাজার থেকে সুয়াগাজীতে কোম্পানি কমান্ডারের সঙ্গে একত্রিত হয়। পরে সুয়াগাজী হয়ে এয়ারপোর্টে ঢুকে মুক্তিবাহিনী।’
স্বাধীনতাযুদ্ধের প্রথম প্রহরেই হানাদার বাহিনী হত্যা করে কুমিল্লার তৎকালীন জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে। এরপর দীর্ঘ যুদ্ধে পাকিস্তানি বাহিনীর হাতে নিহত হয় কুমিল্লার হাজারো নিরীহ জনতা। কুমিল্লার বিভিন্ন স্থানের অরক্ষিত বধ্যভূমি ও গণ-কবর পাকিস্তানি বাহিনীর বর্বর এ হত্যাযজ্ঞের সাক্ষ্য বহন করে চলেছে।
যুদ্ধকালীন জেলা কমান্ডার ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক ওমর ফারুক বলেন, দীর্ঘ যুদ্ধে হানাদার বাহিনী নিরীহ বাঙালিদের গণহত্যা করে মাটিচাপা দেয়। কুমিল্লা সার্ভে ইনস্টিটিউট ক্যাম্পাস, লাকসাম, বেতিয়রা এবং দেবিদ্বারসহ বিভিন্ন এলাকায় রয়েছে গণকবর ও বধ্যভূমি। এগুলো সংরক্ষণের দাবি করেন তিনি। বিভিন্ন এলাকায় অরক্ষিত গণকবর ও বধ্যভূমিসহ যুদ্ধের স্মৃতি চিহ্নগুলো সংরক্ষণে সরকারের প্রতি আর্থিক বরাদ্দেরও দাবি জানান যুদ্ধকালীন এই জেলা কমান্ডার।
মুক্ত দিবসের কর্মসূচি
প্রতিবছরের মতো এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে আজ বুধবার পালিত হবে কুমিল্লা মুক্ত দিবস। এ উপলক্ষে আজ কর্মসূচি হাতে নিয়েছে কুমিল্লা জেলা প্রশাসন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে আজ বুধবার বেলা ১২টায় নগরীর টাউন হল থেকে একটি শোভাযাত্রা বের হয়ে নগর উদ্যানে গিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বিকেলে টাউন হলে শিখা প্রজ্বালন করা হবে। সন্ধ্যায় টাউন হল শহীদ রফিকুল ইসলাম মঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তা ছাড়া বিকেলে বীর মুক্তিযোদ্ধাসহ সব শ্রেণি পেশার মানুষের সমন্বয়ে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মহাসমাবেশ।
এতে কুমিল্লা অঞ্চলের প্রায় ৮০০ মুক্তিযোদ্ধা এ সমাবেশে অংশ নেবেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ‘পথে পথে বিজয়’ শিরোনামে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে এ আঞ্চলিক মহাসমাবেশ আয়োজন করা হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এতে সভাপতিত্ব করবেন। প্রধান অতিথি থাকবেন কুমিল্লা সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার। বিকেলে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫