Ajker Patrika

বাসে ডাকাতির দায়ে ৪ জনের কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৩
বাসে ডাকাতির দায়ে ৪ জনের কারাদণ্ড

কুষ্টিয়ার ভেড়ামারায় ৫ বছর আগে হানিফ পরিবহনের বাসে ডাকাতির মামলার চার আসামিকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

গতকাল মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে দণ্ডপ্রাপ্ত আসামি পাবনার বেড়ার কৌটুলা গ্রামের দেলোয়ার (৩৩), পেচাকোলা গ্রামের আলমগীর (৬০), ঈশ্বরদীর খোকন (৪৫) উপস্থিত ছিলেন। দণ্ডিত ঈশ্বরদীর বাঘাইল গ্রামের আয়নাল (৫৩) পলাতক রয়েছেন। মামলার তিন আসামি মজনু, ইউসুফ ও নূর মোহাম্মদকে খালাস দেওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১২ ডিসেম্বর রাতে হানিফ পরিবহনের একটি বাস কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। রাত ১২টার দিকে ভেড়ামারা উপজেলার বারোমাইল এলাকায় পৌঁছালে বাস থামিয়ে দুজন যাত্রীবেশী ডাকাত উঠে চালক ও সুপারভাইজারের মাথায় পিস্তল ঠেকিয়ে যাত্রীদের মালামাল ডাকাতি করতে থাকে। ভেড়ামারা রেলগেট এলাকায় পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা বাসটিকে ঘিরে ফেলে। সে সময় র‍্যাবের সঙ্গে ডাকাতদের গোলাগুলি হয়। গুলিবিদ্ধ ৫ জনকে আটক করে র‍্যাব। এ ঘটনায় বাসচালক ভেড়ামারা থানায় মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত