Ajker Patrika

চাপে ফেলেও বাগে আনা যায়নি দুই প্রার্থীকে

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৫: ৫৪
চাপে ফেলেও বাগে আনা যায়নি দুই প্রার্থীকে

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে দুই ‘বিদ্রোহী’ চেয়ারম্যান পদপ্রার্থীকে চাপে ফেলেও বাগে আনতে পারেনি আওয়ামী লীগ। গতকাল শনিবার প্রচার-প্রচারণার শেষ দিনেও তাঁরা মাঠ চষে বেড়িয়েছেন। চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় কাটিয়েছেন।

গত শুক্রবার রাতে জেলা আওয়ামী লীগ শহরের একটি হোটেলে জনপ্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে। এতে দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক প্রধান অতিথি ছিলেন।

জাহাঙ্গীর কবির নানক দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরীর পক্ষে ভোট চেয়ে জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, দলের মনোনয়নে চেয়ারম্যান ও মেয়র নির্বাচিত হয়েছেন। দলীয় প্রার্থীকে জেতাতে কাজ করুন। না হয় ভবিষ্যতে মনোনয়নবঞ্চিত হবেন।

যাঁরা দলের সিদ্ধান্ত না মেনে প্রার্থী হয়েছেন এবং বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনে অংশ নিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

অবশ্য এ নির্বাচনে কক্সবাজার আওয়ামী লীগের দ্বন্দ্ব আবারও মাথাচাড়া দিয়েছে বলে মনে করেন নেতারা। দলের প্রভাবশালী কয়েকজন নেতা  গোপনে দলীয় প্রার্থীর বিরোধিতা করছেন।

দলীয় প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী ছাড়াও এবার বিদ্রোহী প্রার্থী হয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শাহীনুল হক মার্শাল ও জেলা আওয়ামী লীগের সদস্য নুরুল আবছার। তাঁদের মধ্যে মার্শাল ও তাঁর তিন ভাইয়ের বিরুদ্ধে মোস্তাক আহমদ চৌধুরী দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর লিখিত অভিযোগ করেন। মার্শালের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তিন দিন আগে তিনি নির্বাচন বর্জন করার ঘোষণা দেন।

গতকাল শনিবার দুপুরে মোস্তাক আহমদ চৌধুরী নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, দলের সিদ্ধান্ত না মেনে যাঁরা নির্বাচন করছেন, তাঁদের শুভ বুদ্ধির উদয় হোক।

বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শাহীনুল হক মার্শালও জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, ‘এ নির্বাচনে আমার নিশ্চিত জয় ঠেকাতে রাজনৈতিক প্রভাব কাটানো হচ্ছে। নির্বাচনে কোনো অনিয়ম হলে জনগণ নিয়ে প্রতিরোধ করা হবে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান বলেন, দলের সব পর্যায়ের জনপ্রতিনিধি দলীয় প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরীর পক্ষে কাজ করছেন।

এদিকে জনপ্রতিনিধিদের ভোটে এ নির্বাচন হলেও প্রার্থীদের জয়-পরাজয়ের বিষয়ে খোঁজখবর রাখছেন সাধারণ মানুষও। কোথায় কার অবস্থা কেমন, তা নিয়ে আলোচনা চলছে গ্রামে-গঞ্জে। কাল সোমবার অনুষ্ঠিত এ নির্বাচন জেলার ৯ উপজেলার কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

সাতকানিয়ায় ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দিয়ে মারধর, নিহত ২

ইউএনওর সামনেই ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত