Ajker Patrika

সাতক্ষীরা সদরের ১৩ ইউপিতে ভোট আজ

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৮: ৪৩
সাতক্ষীরা সদরের ১৩ ইউপিতে ভোট আজ

সাতক্ষীরার সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট গ্রহণ আজ । ভোটের জন্য ব্যালট পেপার, ব্যালট বক্সসহ নির্বাচনী সামগ্রী প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়েছে। গতকাল বুধবার দুপুর থেকে নির্বাচনী সামগ্রী দেওয়া শুরু হয়। সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা নির্বাচনী সামগ্রী বুঝে নিয়েছেন। এদিকে, নির্বাচনী কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রেখেছে প্রশাসন।

সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১৩টি ইউনিয়ন পরিষদে ভোট কেন্দ্রের সংখ্যা ১২৬টি। ভোট কক্ষের সংখ্যা ৭১৯টি এবং অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৫৫টি। পুরুষ ভোটার এক লাখ ৩৪ হাজার ২২৪ জন এবং নারী ভোটার এক লাখ ৩২ হাজার ৪২৯ জন। সদর উপজেলায় ১৩ ইউনিয়নে মোট ভোটার দুই লাখ ৬৬ হাজার ৬৫৩ জন।

নির্বাচন অফিস সূত্রে আরও জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে একজন উপ পরিদর্শকের নেতৃত্বে ৪ জন পুলিশ সদস্য ও দুজন সশস্ত্রসহ ১৭ জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এ ছাড়া প্রত্যেক ইউনিয়নে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দায়িত্বে থাকবেন। ১৩টি ইউনিয়নে ৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। পাশাপাশি ৩ প্লাটুন বিজিবি সদস্য ও ৩ প্লাটুন র‍্যাব সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।

জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হোসেন জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হয়েছে। ভোটাররা যাতে তাদের ভোট নির্বিঘ্নে দিতে পারেন তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদ বাদে বাকি ১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়নগুলো হচ্ছে, বাঁশ দহা, কুশখালি, বৈকারী, ঘোনা, শিবপুর, ভোমরা, ধুলিহর, ব্রহ্মরাজপুর, আগরদাড়ি, ঝাউডাঙা, বল্লী, লাবসা ও ফিংড়ি। ১৩টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দ্বিতীয় ধাপের এই নির্বাচনে বিএনপি সরাসরি নির্বাচনে অংশ নিচ্ছেনা। তবে ১৩টি ইউনিয়নের মধ্যে বৈকারী, কুশখালী, শিবপুর, ফিংড়ী ও ধুলিহর ইউনিয়ন ব্যতীত বাকি ৯ ইউনিয়নে সরাসরি বিএনপির পদে থাকা দলীয় নেতা-কর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বাদে বাকি ১২টি ইউনিয়নে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ছাড়া ফিংড়ী, ঘোনা, বৈকারী ও বাশদাহ ইউনিয়নে জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী রয়েছে। এদিকে, আগরদাঁড়ি, ঘোনা ও বৈকারীসহ কয়েকটি ইউনিয়ন পরিষদে জামায়াতের স্বতন্ত্র প্রার্থী রয়েছে। আর দুটি ইউনিয়ন পরিষদে ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...