Ajker Patrika

দুর্নীতিবিরোধী দিবস উদ্‌যাপন

মাগুরা প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৭: ২৯
দুর্নীতিবিরোধী দিবস উদ্‌যাপন

‘সবাই মিলে গড়ব দেশ, দুনীতি মুক্ত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে নিয়ে মাগুরায় উদ্‌যাপিত হয়েছে আন্তর্জাতিক দুনীতি বিরোধী দিবস। গতকাল বৃহস্পতিবার সকালে কালেক্টরেট চত্বরে ও জেলা প্রশাসকের সম্মিলন কক্ষে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উঠিয়ে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ দিবসের উদ্বোধন করা হয়।

আন্তর্জাতিক দুনীতি বিরোধী দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে উপ-সচিব (অব) জেলা দুনীতি প্রতিরোধ কমিটি মোল্লা মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান, মাগুরা সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজুর রহমান, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন কবিরসহ প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকেরা বক্তব্য দেন।

দুনীতি বিরোধী এ অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক অবকাঠামো উন্নয়ন, ধর্মী মূলবোধ বৃদ্ধি হতে পারে দুনীতি প্রতিরোধে অন্যতম অন্তরায়। আলোচনা সভায় দুনীতি বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে অন্যতম অন্তরায় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

পরে আলোচনা সভা শেষে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থীরাও অংশ নেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ