Ajker Patrika

জরিমানার মুখে আমাজন

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১২: ১৮
জরিমানার মুখে আমাজন

ভারতে জরিমানায় পড়ল যুক্তরাষ্ট্রের ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন। নিয়ম ভাঙার কারণে ২০০ কোটি রুপি জরিমানা করা হয়েছে প্রতিষ্ঠানটিকে। এর ফলে ফিউচার গ্রুপের সঙ্গে আমাজনের ২০১৯ সালের চুক্তিও স্থগিত হয়ে গেল। এমনটাই ঘোষণা করেছে দেশটির অ্যান্টি ট্রাস্ট সংস্থা কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া (সিসিআই)। তারা বলছে, চুক্তিটি আবার দেখা উচিত এবং ততক্ষণ পর্যন্ত চুক্তিতে দেওয়া অনুমোদন স্থগিত রাখা দরকার।

২০১৯ সালে ফিউচার গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ হয় আমাজন। কিন্তু কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়ার থেকে সেই চুক্তির ছাড়পত্র পাওয়ার সময়ই তথ্য গোপন করে বলে অভিযোগ অনলাইন শপিং সাইট আমাজনের বিরুদ্ধে। আমাজন ২০১৯ সালের আগষ্টে ফিউচার কুপনস প্রাইভেট লিমিটেডের ৪৯ শতাংশ শেয়ার কিনেছিল। অন্যদিকে ফিউচার রিটেলের ১০ শতাংশ শেয়ার রয়েছে। এর জন্য ফিউচার গ্রুপের সঙ্গে আমাজনের ২৫ হাজার কোটি টাকার চুক্তিও স্বাক্ষর হয়। সেই চুক্তি অনুযায়ী, আমাজনের সম্মতি ছাড়া ফিউচার রিটেল তার ব্যবসা অন্য কোনো পক্ষের কাছে বিক্রি করতে পারবে না। এনডিটিভি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত