Ajker Patrika

নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার গ্রেপ্তার ২

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১১: ০৮
নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার গ্রেপ্তার ২

রাজশাহীতে নিয়োগ পরীক্ষায় বসে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার অভিযোগে দুই পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার নিয়োগ পরীক্ষার হল থেকে আটকের পর তাঁদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। রাতে তাঁদের বিরুদ্ধে মামলা করে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার দুজন হলেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার পুরাতন তেহের গ্রামের মাহফুজ আহম্মেদ (২৮) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মো. ইব্রাহিম (২৯)। গতকাল শনিবার বিকেলে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাজশাহীর নিউ গভ. ডিগ্রি কলেজে খাদ্য অধিদপ্তরের ‘সহকারী খাদ্য পরিদর্শক’ পদের নিয়োগ পরীক্ষা চলছিল। পরীক্ষায় এ দুজনের আচরণ সন্দেহজনক হলে কক্ষ পরিদর্শক তাঁদের আটক করে কেন্দ্র সচিবের কক্ষে নিয়ে যান। এ সময় জিজ্ঞাসাবাদে তাঁরা পরীক্ষায় ইলেকট্রিক ডিভাইস ব্যবহারের কথা স্বীকার করেন। পরে পুলিশ এসে দুজনের কাছ থেকে তিনটি স্মার্টফোন ও প্রশ্নপত্র এবং মেসেঞ্জারে আসা সমাধান সংবলিত প্রশ্নপত্র উদ্ধার করে। এ ছাড়া ইব্রাহীমের কানের ভেতর থেকে একটি ক্ষুদ্র ইলেকট্রিক ডিভাইস উদ্ধার করা হয়। কিন্তু মাহফুজের কানের ভেতর থেকে ডিভাইসটি বের করা যাচ্ছিল না।

পরে মাহফুজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসকের মাধ্যমে যন্ত্রটি বের করা হয়। পুলিশ আরও জানায়, এ দুজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে । গতকাল শনিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ চক্রের অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত