Ajker Patrika

শেষ হচ্ছে পাঁচ বছরের যাত্রা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১০: ০৮
শেষ হচ্ছে পাঁচ বছরের যাত্রা

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘করুণাময়ী রাণী রাসমণি’। ২০১৭ সালে শুরু হয়েছিল প্রচার। প্রায় পাঁচ বছরের সফল পথচলার পর আজ শেষ হচ্ছে সিরিয়ালটি। শেষ পর্বে সাদা কাপড় ও চাদরে আবার ‘রাসমণি’ সেজে আসছেন দিতিপ্রিয়া। এই সিরিয়ালে রাণী রাসমণি চরিত্রে অভিনয় করেছেন তিনি।

রাসমণি হয়েই প্রথম অভিনয়ে পা রাখেন দিতিপ্রিয়া। গত বছর এই সিরিয়াল থেকে বিদায় নিয়েছিলেন। মাঝে ব্যস্ত হয়েছিলেন সিনেমা ও সিরিজে। শেষ পর্বের জন্য নটী বিনোদিনীকে নিয়ে আবার ফিরেছেন ‘রাণীমা’।

শ্রীরামকৃষ্ণ দেবের জীবনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা দিয়েই শেষ হবে ‘করুণাময়ী রাণী রাসমণি’। সেখানেই দেখা যাবে রাণীমাকে। এত বছরের যাত্রা শেষ হচ্ছে, স্বাভাবিকভাবেই তাই মন খারাপ সবার। দিতিপ্রিয়া জানিয়েছেন, চার বছরের সংসার ফেলে যেতে তাঁর খুব মন খারাপ হয়েছিল। ধারাবাহিক শেষ হওয়ার খবর শুনেও কষ্ট পেয়েছেন।

একই অবস্থা এই সিরিয়ালে শ্রীরামকৃষ্ণ চরিত্রে অভিনয় করা সৌরভ সাহারও। তিনি বলেন, ‘মা সারদার অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরার কথা ছিল। কথা ছিল, স্বামী বিবেকানন্দও আসবেন। সেসব কিছুই হলো না আর।’

স্বামী বিবেকানন্দ না এলেও দেখা যাবে নটী বিনোদিনীকে। সম্ভবত তাঁর সঙ্গে শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎপর্ব দিয়েই শেষ হবে ধারাবাহিক। ইতিহাস বলে, জীবনের বহু ওঠা-পড়ার সাক্ষী বিনোদিনী। গিরিশ ঘোষের হাত ধরে মাত্র ১২ বছর বয়সে ১০ টাকা বেতনে অভিনয় শুরু করেছিলেন। গিরিশ ঘোষই তাঁকে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করান। সেই দৃশ্যই দেখা যাবে সিরিয়ালটির শেষ পর্বে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত