Ajker Patrika

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য নানা আয়োজন

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১০: ২২
Thumbnail image

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার ময়মনসিংহের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:

গৌরীপুর: উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেককাটা, শোভাযাত্রা ও ধান মহালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতি উত্তম সরকার ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন তৎকালীন বৃহত্তর ময়মনসিংহের ছাত্রলীগের কমিটির সভাপতি স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। এতে অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সামিউল আলম লিটন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি সানাউল হক, সাবেক ছাত্রলীগ নেতা আবুল কালাম, মাহবুব আলম, সাদেকুর রহমান সেলিম, মো. কামাল হোসেন, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল কাদির, সাবেক ছাত্রলীগ নেতা মশিউর রহমান কাউসার, মাজহারুল হোসেন টুটুল, সানাউল হক হীরা, ইমতিয়াজ সুলতান জনি, জহিরুল ইসলাম ছোটন, আলী আসকর সোহাগ, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইনসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ভালুকা: বেলা ১১টায় ৭৪ পাউন্ড ওজনের একটি কেক কাটা শেষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। প্রধান সড়কগুলা প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলাচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য এমএওয়াহেদ। এতে আরও বক্তব্য দেন আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খোকন হোসেন ঢালী, সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহাম্মদ সুজন, ছাত্রলীগ নেতা ইমরান সরকার, অনিক হাসান, পারভেজ প্রমুখ।

মুক্তাগাছা: ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুক্তাগাছায় ছিল বর্ণাঢ্য নানা আয়োজন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার শহীদ স্মৃতি সরকারি কলেজে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে এ উপলক্ষে নেতা-কর্মীদের নিয়ে একটি শোভাযাত্রা বের হয়। সকাল ১০টায় কলেজ মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। পরে হলরুমে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রকিব উদ্দিন আহমেদ বলেন, সকল ষড়যন্ত্রকে ছিন্নভিন্ন করে ছাত্রলীগ সব সময় ঐতিহাসিক ভূমিকা পালন করছে। ছাত্রলীগ আগামী দিনেও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে সকল অশুভ শক্তির ষড়যন্ত্রকে ছিন্নভিন্ন করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিষ্ঠার জন্য লড়াই করবে।

অনুষ্ঠানে কলেজ শাখার বিভিন্ন ইউনিট থেকে ছাত্রলীগ নেতা-কর্মীরা মিছিল সহকারে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে অংশগ্রহণ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত