Ajker Patrika

বাংলাদেশিদের জন্য খুলছে গ্রিসের শ্রমবাজার

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৪: ২২
Thumbnail image

বাংলাদেশি শ্রমিকদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে গ্রিসের শ্রমবাজার। গতকাল মঙ্গলবার এথেন্সে এ নিয়ে দুই দেশের মধ্যে আগ্রহপত্র সই হয়েছে। এ ছাড়া শ্রম অভিবাসন নিয়ে প্রস্তাবিত সমঝোতার খসড়া আগামী জানুয়ারির মধ্যে চূড়ান্ত এবং ফেব্রুয়ারির মধ্যে সই হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল দুপুরে এথেন্সে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এবং গ্রিসের অভিবাসন ও অ্যাসাইলামবিষয়ক মন্ত্রী নোটিশ মিতারাকির মধ্যে এক আনুষ্ঠানিক বৈঠক হয়। বৈঠকে তাঁরা অবৈধ অভিবাসন রোধ এবং বৈধভাবে প্রবেশের মাধ্যমে বাংলাদেশি শ্রমিকদের জন্য গ্রিসের শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে আলোচনা করেন। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বৈধ পন্থায় শ্রমিকদের প্রবেশাধিকার দিলে অবৈধ মানব পাচার অনেকাংশে বন্ধ হয়ে যাবে বলে মত দেন।

বৈঠকের পর নিরাপদ অভিবাসনে সহযোগিতা এবং বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে আগ্রহপত্র সই হয়।

গ্রিসের কৃষি, পর্যটন এবং তৈরি পোশাকশিল্প খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বিদেশি শ্রমিকের চাহিদা রয়েছে, যা পূরণের জন্য গ্রিক সরকার এ বছরের সেপ্টেম্বর মাসে বিদেশি শ্রমিক নিয়োগ-সংক্রান্ত আইনটি সংশোধন করে। এই আইনে প্রবাসী শ্রমিকদের ৫ বছর মেয়াদি ভিসা প্রদানের কথা বলা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত