Ajker Patrika

পুবাইলে বিএনপির কমিটি বাতিলের দাবি

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ০০
পুবাইলে বিএনপির কমিটি বাতিলের দাবি

গাজীপুর মহানগরীর পুবাইল থানা ও প্রতিটি ওয়ার্ড বিএনপির সম্প্রতি ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন দলটির নেতা-কর্মীরা। এ সময় পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে একতরফা কমিটি বাতিলের আহ্বান জানানো হয়। এটি না করা হলে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন ও তার গঠিত বিতর্কিত এ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণাসহ পাল্টা কমিটি ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

গতকাল সোমবার সকাল ১০টায় গাজীপুর মহানগরীর মিরের বাজার চৌরাস্তায় এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ শেষে ফজলুল হক মিলনের বিরুদ্ধে ব্যানার নিয়ে একটি মিছিল করা হয়। মিছিলটি টঙ্গী-কালীগঞ্জ-নরসিংদী আঞ্চলিক সড়কের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে মিরের বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর মো. সুলতান উদ্দিন, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান বিকি, বিএনপি নেতা আব্দুল আলীম, আসাদ হোসেন খান বুলবুল, দেলোয়ার হোসেন, আবু বকর সিদ্দিক আবু, খালেদ মোশারফ, আজীম উদ্দিন ভুট্টু, আলমগীর হোসেন, শহিদ খান, ইসলাম উদ্দিন খান, মীর আতাউর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, পূবাইল থানা বিএনপির সদ্য ঘোষিত বিতর্কিত কমিটির আহ্বায়ক মনির হোসেন বকুল এবং সদস্যসচিব হারুন-অর-রশিদ উভয়েই রাজধানীর উত্তরায় বাস করেন। পূবাইল থানা ও চারটি ওয়ার্ড বিএনপির কমিটি পূবাইলে বসে গঠন না করে ঢাকায় বসে পকেট কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। অবিলম্বে এসব বিতর্কিত কমিটি বাতিল ঘোষণা করা না হলে ফজলুল হক মিলন ও ঘোষিত বিতর্কিত কমিটি অবাঞ্ছিত ঘোষণাসহ কঠোর কর্মসূচি নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত