মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় শব্দদূষণে অতিষ্ঠ হয়ে উঠেছেন পৌরবাসী। প্রতিদিন সকাল থেকে রাত অবধি বিভিন্ন প্রতিষ্ঠানের মাইকিংয়ের শব্দদূষণে পৌর এলাকা বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। ডায়াগনস্টিক সেন্টার, কিন্ডারগার্টেন ও ক্যাডেট মাদ্রাসায় ভর্তি, সুলভ মূল্যে পণ্য বিক্রি এমনকি ব্রয়লার মুরগি ও মহিষের মাংস বিক্রির মাইকিংও চলছে। এ ক্ষেত্রে মানা হচ্ছে না কোনো নিয়মনীতি। বিষয়টি মাস তিনেক আগে উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে উত্থাপিত হলে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) বশির আহমেদ দুঃখ প্রকাশ করেন এবং মৃত্যু সংবাদ ব্যতিরেকে পৌরসভার অনুমতি সাপেক্ষে সব ধরনের মাইকিং বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত করার জন্য সভায় সিদ্ধান্ত নেন। কিন্তু সে সিদ্ধান্ত আলোর মুখ দেখেনি।
খোঁজ নিয়ে জানা গেছে, মঠবাড়িয়া পৌর এলাকায় প্রায় ২০টির মতো ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। প্রতিদিন এ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর মাইকিং প্রতিযোগিতায় চলে। কোন ক্লিনিকে ডিগ্রিধারী ভালো ডাক্তার বসেন এবং কোন ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়, তা নিয়ে দিনভর চলে মাইকিং। এতে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
আরামবাগ এলাকার বাসিন্দা ও সাফা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এ কে সাকিল আহমেদ বলেন, এমন কিছু জিনিসের প্রচার করে যা লজ্জাকর ব্যাপার। এ ধরনের প্রচার এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ন করে। এ ছাড়া দূর-দূরান্ত থেকে আসা অতিথি এবং বিজ্ঞজনেরা এটাকে নিয়ে তিরস্কার করেন। অহেতুক ও অপ্রয়োজনীয় প্রচার বন্ধের জন্য পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শহরের ৫৬ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম বলেন, সময় অসময় অযাচিত মাইকিংয়ের শব্দদূষণে পরিবেশের ভারসাম্য নষ্টসহ বিদ্যালয় চলাকালীন শিক্ষার্থীদের পাঠদানে মারাত্মক অসুবিধায় হয়। এ ছাড়া বাসাবাড়িতেও শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটে।
সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন ক্ষোভ প্রকাশ করে বলেন, শহরে অপ্রয়োজনীয় মাইকিং বন্ধে বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে একাধিকবার উত্থাপন করেছি। কিন্তু কোনো কাজ হয়নি।
এ ব্যাপারে মঠবাড়িয়া পৌরসভার সচিব হারুন অর রশিদ বলেন, অযাচিত মাইকিং বন্ধে পৌরসভার পক্ষ থেকে প্রায়ই মেমোরিকার্ড ও ব্যাটারি জব্দসহ জরিমানা করা হয়। তিনি আরও বলেন, এ অযাচিত মাইকিং বন্ধে পৌরসভা থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান।
পিরোজপুরের মঠবাড়িয়ায় শব্দদূষণে অতিষ্ঠ হয়ে উঠেছেন পৌরবাসী। প্রতিদিন সকাল থেকে রাত অবধি বিভিন্ন প্রতিষ্ঠানের মাইকিংয়ের শব্দদূষণে পৌর এলাকা বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। ডায়াগনস্টিক সেন্টার, কিন্ডারগার্টেন ও ক্যাডেট মাদ্রাসায় ভর্তি, সুলভ মূল্যে পণ্য বিক্রি এমনকি ব্রয়লার মুরগি ও মহিষের মাংস বিক্রির মাইকিংও চলছে। এ ক্ষেত্রে মানা হচ্ছে না কোনো নিয়মনীতি। বিষয়টি মাস তিনেক আগে উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে উত্থাপিত হলে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) বশির আহমেদ দুঃখ প্রকাশ করেন এবং মৃত্যু সংবাদ ব্যতিরেকে পৌরসভার অনুমতি সাপেক্ষে সব ধরনের মাইকিং বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত করার জন্য সভায় সিদ্ধান্ত নেন। কিন্তু সে সিদ্ধান্ত আলোর মুখ দেখেনি।
খোঁজ নিয়ে জানা গেছে, মঠবাড়িয়া পৌর এলাকায় প্রায় ২০টির মতো ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। প্রতিদিন এ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর মাইকিং প্রতিযোগিতায় চলে। কোন ক্লিনিকে ডিগ্রিধারী ভালো ডাক্তার বসেন এবং কোন ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়, তা নিয়ে দিনভর চলে মাইকিং। এতে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
আরামবাগ এলাকার বাসিন্দা ও সাফা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এ কে সাকিল আহমেদ বলেন, এমন কিছু জিনিসের প্রচার করে যা লজ্জাকর ব্যাপার। এ ধরনের প্রচার এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ন করে। এ ছাড়া দূর-দূরান্ত থেকে আসা অতিথি এবং বিজ্ঞজনেরা এটাকে নিয়ে তিরস্কার করেন। অহেতুক ও অপ্রয়োজনীয় প্রচার বন্ধের জন্য পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শহরের ৫৬ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম বলেন, সময় অসময় অযাচিত মাইকিংয়ের শব্দদূষণে পরিবেশের ভারসাম্য নষ্টসহ বিদ্যালয় চলাকালীন শিক্ষার্থীদের পাঠদানে মারাত্মক অসুবিধায় হয়। এ ছাড়া বাসাবাড়িতেও শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটে।
সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন ক্ষোভ প্রকাশ করে বলেন, শহরে অপ্রয়োজনীয় মাইকিং বন্ধে বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে একাধিকবার উত্থাপন করেছি। কিন্তু কোনো কাজ হয়নি।
এ ব্যাপারে মঠবাড়িয়া পৌরসভার সচিব হারুন অর রশিদ বলেন, অযাচিত মাইকিং বন্ধে পৌরসভার পক্ষ থেকে প্রায়ই মেমোরিকার্ড ও ব্যাটারি জব্দসহ জরিমানা করা হয়। তিনি আরও বলেন, এ অযাচিত মাইকিং বন্ধে পৌরসভা থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫