Ajker Patrika

মাল্টা চাষে কৃষকেরা স্বপ্ন দেখছেন

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৩: ৩৪
মাল্টা চাষে কৃষকেরা স্বপ্ন দেখছেন

চট্টগ্রামের বোয়ালখালীতে মাল্টা চাষে স্বপ্ন দেখছেন চাষিরা। এ চাষ লাভজনক হওয়ায় দিনদিন জনপ্রিয় হয়ে উঠেছে। বাড়ছে মাল্টা বাগানের সংখ্যা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ বলেন, ‘দেশে ব্যাপক চাহিদা থাকায় দিনদিন বারি মাল্টা-১–এর চাষ বাড়ছে। ২০১৭ সাল থেকে বোয়ালখালীতে মাল্টা চাষাবাদ শুরু হয়েছে। বর্তমানে উপজেলার পাহাড়ি অঞ্চল ও সমতলে প্রায় ৩০টি মাল্টা বাগান রয়েছে। ২৫ হেক্টর জমিতে মাল্টার চাষাবাদ হচ্ছে।’

আতিক উল্লাহ আরও বলেন, ‘মাল্টা গাছ লাগানোর তিন বছর পর থেকে ফল ধরতে শুরু করে।’

শখের বশে সাড়ে ৩ বছর আগে বাড়ির পাশে ১২০টি মাল্টার চারা রোপণ করেন উপজেলার খরণদ্বীপ এলাকার আহমদ মনছুর। তিনি বলেন, এ পর্যন্ত তাঁর খরচ হয়েছে প্রায় ৬০ হাজার টাকা। গত বছর থেকে গাছে ফল ধরতে শুরু করেছে। পরিবারের চাহিদা মিটিয়ে এ পর্যন্ত প্রায় ১০ হাজার টাকার মাল্টা বিক্রি করেছেন। চলতি বছরে তিনি আরও ৫০ হাজার টাকার মাল্টা বিক্রি করতে পারবেন বলে আশাবাদী।

উপজেলার আমুচিয়া ইউনিয়নে লোকমান শখের বশে গড়েছিলেন মাল্টা বাগান। মাল্টা বিক্রি করে এখন অনৈতিকভাবে সচ্ছল তিনি। একই এলাকায় মাল্টা বাগান করে লাভবান হয়েছেন সোহরাব। কৃষি অফিসের সহযোগিতায় খিতাপচরের মিনারুল হক মিন্টুও মাল্টা চাষ করেছেন বলে জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত