Ajker Patrika

ভূরুঙ্গামারীতে আগুনে পুড়ল ১১ দোকান

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১২: ৪৩
ভূরুঙ্গামারীতে আগুনে পুড়ল ১১ দোকান

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা এলাকার কুড়ার পাড় বাজারে আগুন লেগে ১১টি দোকান পুড়ে গেছে। এত আনুমানিক ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা স্থানীয়দের।

প্রত্যক্ষদর্শী আব্দুস ছাত্তার জানান, গত বুধবার দিবাগত রাতে কুড়ার পাড় বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। মূহর্তেই আগুন বাজারের চারদিকে ছড়িয়ে পড়ে। এতে বাজারের ১১টি দোকান পুড়ে যায়। বাজারে দক্ষিণে পাঁচটি মুদি দোকান, একটি বৈদ্যুতিক সামগ্রীর দোকান সহ খাবার হোটেল, সেলুন, ডেকোরেটর, সাইকেল-রিকশা মেরামতের দোকান ও গোখাদ্যের দোকান ছিল, যেগুলো আগুনে পুড়ে গেছে। আগুনে ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধরা হচ্ছে।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার ইমন মিয়া জানান, ৯৯৯ থেকে ফোন পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতালিপ্রবাসী স্ত্রীকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা

অগ্নিকাণ্ডের ক্ষতি পোষাতে শাহজালাল বিমানবন্দরে নিজেরাই গুদাম বানাচ্ছেন পোশাক রপ্তানিকারকেরা

৩৬ বার অপারেশন, অবশেষে বাড়ি ফিরল মাইলস্টোনের শিক্ষার্থী নাভিদ

মামলা করলেন মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের স্ত্রী

জামায়াত আমিরের পাঁচ ঘণ্টার কর্মদিবস আদতে নারীর গায়েবি শিকল

এলাকার খবর
Loading...