Ajker Patrika

৯ কিলোমিটার হেঁটে মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১১: ০৫
৯ কিলোমিটার হেঁটে মনোনয়নপত্র সংগ্রহ

বৃষ্টি উপেক্ষা করে দুই শতাধিক কর্মী-সমর্থক সঙ্গে নিয়ে দীর্ঘ নয় কিলোমিটার পথ হেঁটে মনোনয়নপত্র সংগ্রহ করলেন চেয়ারম্যান প্রার্থী। গতকাল সোমবার সকাল ১০টায় শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন ৬ নম্বর বরমী ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন।

তোফাজ্জল হোসেন বরমী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, প্রয়াত হাবিবুর রহমানের ছেলে। তিনি বরমী ইউনিয়নের মাইজপড়া গ্রামের বাসিন্দা।

তোফাজ্জল হোসেন বলেন, দীর্ঘদিন যাবৎ তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। গত ইউপি নির্বাচনে তিনি বিপুল ভোটে ৩ ওয়ার্ডের সদস্য পদে নির্বাচিত হন। বরমী ইউপির চেয়ারম্যান মো. শামসুল হক বাদলের মৃত্যুর পর তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। পঞ্চম ধাপে নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চান। কর্মী-সমর্থক ও এলাকাবাসীর দাবিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করবেন তিনি।

বরমী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন খন্দকার বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী মো. তোফাজ্জল হোসেনের আওয়ামী লীগে কোনো পদ-পদবি ছিল না। ২০১৯ সালে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠনের পর তাঁকে ওয়ার্ড কমিটির সদস্য করা হয়েছে। ১৫ দিন আগে কে বা কারা তাঁকে ইউনিয়ন তাঁতি লীগের সভাপতি হিসেবে নাম ঘোষণা করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত