Ajker Patrika

শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা

বটিয়াঘাটা প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৩: ১৬
শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা

বটিয়াঘাটায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। শোভাযাত্রা ও পথসভার পাশাপাশি তারা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন।

গত রোববার বিকেল ৩টায় বটিয়াঘাটা উপজেলার গরিয়ারডাঙ্গা ডিগ্রি মহাবিদ্যালয় মাঠে ৪ নং সুরখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জাকির হোসেন লিটুর পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত কুমার অধিকারী। উপস্থিত ছিলেন সুরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জাকির হোসেন লিটু। লিটুর সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আইনজীবী ফরিদ আহমেদ, দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের আহমেদ জবা, আইন বিষয়ক সম্পাদক আইনজীবী নব কুমার চক্রবর্তী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী শামীম আহসান, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শ্রীমান্ত অধিকারী রাহুল, জেলা আওয়ামী লীগের সদস্য অসিত বরণ বিশ্বাস, জেলা পরিষদের সদস্য জয়ন্ত সরদার, জলমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত