Ajker Patrika

চাকরির আশ্বাসে শ্লীলতাহানি, যুবক গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১০: ২১
চাকরির আশ্বাসে শ্লীলতাহানি, যুবক গ্রেপ্তার

চাকরি দেওয়ার কথা বলে ঢাকার আশুলিয়ায় রেস্টুরেন্টে নিয়ে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে মঞ্জু ওরফে হাসান (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার রাতে ওই যুবকের বিরুদ্ধে আশুলিয়া থানায় ভুক্তভোগী নারী মামলা করেন তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার মঞ্জু রংপুর জেলার বদরগঞ্জ থানার বালুয়াঘাটা গ্রামের আব্দুর জব্বারের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর বাড্ডায় বসবাস করেন। পেশায় গাড়িচালক মঞ্জু বর্তমানে বেকার আছেন।

পুলিশ জানায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগী গৃহবধূকে চাকরি দেওয়ার কথা বলে তাকে আশুলিয়ায় জামগড়ায় আসতে বলেন মঞ্জু। পরে ঘোরাঘুরি শেষে জামগড়ার একটি রেস্টুরেন্টে খাওয়ার জন্য ভেতরে কেবিনে বসেন তাঁরা। এ সময় মঞ্জু ওই নারীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন ও শ্লীলতাহানি করেন।

এ সময় ভুক্তভোগী নারী তাঁকে বাধা দেন। বিষয়টি টের পান ওই রেস্টুরেন্টের এক কর্মচারী। তিনি বিষয়টি রেস্টুরেন্টের ব্যবস্থাপককে জানালে তাঁরা পুলিশকে খবর দেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় মঞ্জুর বিরুদ্ধে মামলা করা হয়েছে। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত