Ajker Patrika

ভূমিহীনদের তালিকা চাইলেন শেখ পরশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১০: ৫৪
ভূমিহীনদের তালিকা চাইলেন শেখ পরশ

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘আজকে বাংলাদেশ আর পিছিয়ে নাই। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা চান, দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। বিশেষ করে রংপুর বিভাগে সবচেয়ে বেশি ভূমিহীন মানুষ ছিল এবং দুর্ভিক্ষকবলিত লোক ছিল। ইতিমধ্যে বঙ্গবন্ধুকন্যা জাতির পিতার গুচ্ছগ্রাম, আদর্শগ্রাম এবং আশ্রয়ণ প্রকল্পের কাজ করে চলেছেন সরকারের তরফ থেকে।’

যুবলীগও স্বল্প পরিসরে এ কার্যক্রমে শরিক হওয়ার চেষ্টা করছে উল্লেখ করে যুবলীগের রংপুর বিভাগের নেতা-কর্মীদের উদ্দেশে পরশ বলেন, ‘আপনাদের নিজ নিজ এলাকায় খুঁজে দেখুন, কোনো ভূমিহীন লোক আছে কি না। থাকলে তাঁদের তালিকা করে আমাদের দিন। আমরা তাঁদের আশ্রয়ের ব্যবস্থা করে দেব।’

গতকাল যুবলীগের পক্ষ থেকে রংপুর বিভাগের শীতার্ত মানুষের জন্য কম্বল হস্তান্তর অনুষ্ঠানে পরশ এসব কথা বলেন। রংপুর বিভাগের ৯ জেলার যুবলীগের নেতাদের কাছে কম্বলগুলো তুলে দেওয়া হয়। তাঁরা নিজ নিজ এলাকায় গিয়ে শীতার্তদের মাঝে এগুলো বিতরণ করবেন। এ উপলক্ষে গতকাল রাজধানীর বনানী মডেল স্কুল মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ওই এলাকার হাজারখানেক দুস্থ মানুষের মাঝেও যুবলীগের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক রেজাউল কবির, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, উপ-দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা, ঢাকা উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত