গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে চলছে পুকুর খননের ধুম। উর্বর তিন ফসলি কৃষিজমি কেটে তৈরি করা হয়েছে মাছ চাষের পুকুর। এতে কমছে ফসলি জমির পরিমাণ। যত্রতত্র পুকুর খননের ফলে ফসলের মাঠে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ফসলি জমিতে খনন চললেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
জাতীয় ভূমি ব্যবহার নীতিমালার তথ্যমতে, কৃষিজমি যতটুকু সম্ভব কৃষিকাজে ব্যবহার করতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া জমির প্রকৃতগত কোনো পরিবর্তন করা যাবে না। বিদ্যমান জলাশয় উন্মুক্ত রাখতে হবে এবং তা ভরাট করা যাবে না।
তবে এ আইন থাকলেও তাঁর তোয়াক্কা না করে উপজেলাজুড়ে পুকুর খনন চলছে। উপজেলার বিয়াঘাট ইউনিয়নের জ্ঞানদানগর স্লুইসগেট এলাকার হাড়িভাঙ্গা মাঠে পুকুর খনন করছেন রবিউল করিম রবি। এ ছাড়া উপজেলার নাজিরপুর ইউনিয়নের শ্যামপুরে, বিয়াঘাট ইউনিয়নের শিয়ানপাড়ায়, মশিন্দা ইউনিয়নের সাহাপুর-চরপিপলা সেতুর পাশে ফসলি জমিতে পুকুর খনন করা হচ্ছে।
পুকুর খননকারী রবিউল করিম বলেন, তিনিসহ অনেকেই প্রশাসনের অনুমতি নিয়েই পুকুর খনন করছেন। তবে তাঁরা কেউই কোনো লিখিত অনুমতিপত্র দেখাতে পারেননি।
নাটোর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্যমতে, বিগত চার বছরে জেলায় আবাদি জমি কমেছে সাড়ে ছয় হাজার হেক্টর। তিন ফসলি ও চার ফসলি এসব আবাদি জমি আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে কৃষি বিভাগ।
গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশীদ বলেন, পুকুর খনন বন্ধে তিনি কৃষকদের নিরুৎসাহিত করছেন। গত পাঁচ বছরে গুরুদাসপুরে পুকুর খননের কারণে কৃষিজমি কমেছে ২২০ হেক্টর। তবে উচ্চফলনশীল জাতের বিভিন্ন ফসল উৎপাদনের কারণে খাদ্য ঘাটতি রোধ করা সম্ভব হচ্ছে।
গুরুদাসপুর সহকারী কমিশনার (ভূমি) আবু রাশেল বলেন, পুকুর খননে কোনো অনুমতি দেওয়া হয়নি। যাঁরা পুকুর খনন করছেন, তাঁরা অবৈধভাবে করছেন।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন বলেন, পুকুর খনন রোধে অভিযান অব্যাহত রয়েছে। তবে ব্যক্তিসচেতনতা ছাড়া পুকুর খনন বন্ধ করা সম্ভব নয়।
নাটোরের গুরুদাসপুরে চলছে পুকুর খননের ধুম। উর্বর তিন ফসলি কৃষিজমি কেটে তৈরি করা হয়েছে মাছ চাষের পুকুর। এতে কমছে ফসলি জমির পরিমাণ। যত্রতত্র পুকুর খননের ফলে ফসলের মাঠে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ফসলি জমিতে খনন চললেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
জাতীয় ভূমি ব্যবহার নীতিমালার তথ্যমতে, কৃষিজমি যতটুকু সম্ভব কৃষিকাজে ব্যবহার করতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া জমির প্রকৃতগত কোনো পরিবর্তন করা যাবে না। বিদ্যমান জলাশয় উন্মুক্ত রাখতে হবে এবং তা ভরাট করা যাবে না।
তবে এ আইন থাকলেও তাঁর তোয়াক্কা না করে উপজেলাজুড়ে পুকুর খনন চলছে। উপজেলার বিয়াঘাট ইউনিয়নের জ্ঞানদানগর স্লুইসগেট এলাকার হাড়িভাঙ্গা মাঠে পুকুর খনন করছেন রবিউল করিম রবি। এ ছাড়া উপজেলার নাজিরপুর ইউনিয়নের শ্যামপুরে, বিয়াঘাট ইউনিয়নের শিয়ানপাড়ায়, মশিন্দা ইউনিয়নের সাহাপুর-চরপিপলা সেতুর পাশে ফসলি জমিতে পুকুর খনন করা হচ্ছে।
পুকুর খননকারী রবিউল করিম বলেন, তিনিসহ অনেকেই প্রশাসনের অনুমতি নিয়েই পুকুর খনন করছেন। তবে তাঁরা কেউই কোনো লিখিত অনুমতিপত্র দেখাতে পারেননি।
নাটোর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্যমতে, বিগত চার বছরে জেলায় আবাদি জমি কমেছে সাড়ে ছয় হাজার হেক্টর। তিন ফসলি ও চার ফসলি এসব আবাদি জমি আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে কৃষি বিভাগ।
গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশীদ বলেন, পুকুর খনন বন্ধে তিনি কৃষকদের নিরুৎসাহিত করছেন। গত পাঁচ বছরে গুরুদাসপুরে পুকুর খননের কারণে কৃষিজমি কমেছে ২২০ হেক্টর। তবে উচ্চফলনশীল জাতের বিভিন্ন ফসল উৎপাদনের কারণে খাদ্য ঘাটতি রোধ করা সম্ভব হচ্ছে।
গুরুদাসপুর সহকারী কমিশনার (ভূমি) আবু রাশেল বলেন, পুকুর খননে কোনো অনুমতি দেওয়া হয়নি। যাঁরা পুকুর খনন করছেন, তাঁরা অবৈধভাবে করছেন।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন বলেন, পুকুর খনন রোধে অভিযান অব্যাহত রয়েছে। তবে ব্যক্তিসচেতনতা ছাড়া পুকুর খনন বন্ধ করা সম্ভব নয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
২ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪