Ajker Patrika

সাবেক ছাত্রলীগ নেতার ওপর দুর্বৃত্তদের হামলা

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১২: ৩২
সাবেক ছাত্রলীগ নেতার ওপর দুর্বৃত্তদের হামলা

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হাসান সিকদারকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একই কমিটির সহসভাপতি ও তাঁর এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু জুনায়েদ হোসাইন মিজান নেতৃত্ব দেন বলে অভিযোগ উঠেছে। গত সোমবার বেলা ১টার দিকে শহরের ব্যায়ামাগার মোড়ে হামলার শিকার হন তিনি। বর্তমানে হাসান সিকদার পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত সোমবার বেলা ১টার দিকে ৫-৬ সঙ্গীকে নিয়ে ব্যায়ামাগার মোড়ের একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন হাসান সিকদার। এ সময় ৫-৬টি মোটরসাইকেলে করে ১০-১২ সশস্ত্র দুর্বৃত্ত তাঁদের ওপর হামলা চালায়। এতে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জুনায়েদ হোসাইন মিজান নেতৃত্ব দেন বলে অভিযোগ। আহত অবস্থায় হাসান সিকদারকে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাত্রলীগের সাবেক কয়েক জন নেতা-কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, জেলা ছাত্রলীগের একই কমিটির সভাপতি ও সহসভাপতি ছিলেন হাসান ও মিজান। তাঁরা এক সময়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। পরে নানা কারণে তাঁদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। তাঁদের নেতৃত্বাধীন জেলা ছাত্রলীগের কমিটি ১০ মাস আগে বিলুপ্ত হয়। পূর্বের কোনো ক্ষোভের জের ধরে এই হামলা হয় বলে ধারণা করছেন তাঁরা।

তবে হামলার নেতৃত্ব দেওয়ার বিষয়ে মিজানের বক্তব্য পাওয়া যায়নি।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহত হাসানকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষকেরা ভাতা পান না, নতুন গাড়ি-অফিস চান সদস্যসচিব

আজকের রাশিফল: দূরদেশ থেকে ফোন করে কেউ ক্ষমা চাইবে, প্রপোজ করার মোক্ষম দিন

ইসির তালিকায় যুক্ত নতুন নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’

৫ বছরে যুক্তরাষ্ট্রকে ‘ধরে ফেলবে’ চীন, নতুন পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ ট্রাম্পের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে এমন ‘অদ্ভুতুড়ে’ ঘটনার কারণ তাহলে এটাই

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ