Ajker Patrika

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ

অস্ট্রেলিয়া ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা খরচে স্নাতকোত্তর ও পিএইচডিতে পড়ার সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টি যেকোনো স্টাডি এরিয়ায় ‘গ্র‍্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ’-এর অধীনে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ দিচ্ছে। আনুমানিক ৬০০ জনকে এই বৃত্তি দেওয়া হবে। আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণায় স্নাতক অথবা পিএইচডির জন্য আবেদন করেছেন কিংবা নির্বাচিত হয়েছেন, এমন হতে হবে। সব দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। 

কীভাবে নির্বাচন করে? 
যাঁরা মেলবোর্ন ইউনিভার্সিটিতে মাস্টার্স বা ডক্টরাল ডিগ্রিতে (পিএইচডি) ভর্তি অফার পান, তাঁদের একটি রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম স্কলারশিপ (ফি অফসেট) অফার করা হয়। স্নাতক গবেষণা বৃত্তি, যা একটি উপবৃত্তির পাশাপাশি ফি অফসেট দেয়। একাডেমিক যোগ্যতার ভিত্তিতে দেশীয় ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হয়। যোগ্য আবেদনকারীদের তাঁদের সর্বশেষ সম্পন্ন ডিগ্রির একাডেমিক কৃতিত্ব এবং তাঁদের গবেষণার সম্ভাবনা অনুসারে স্কোর ও র‌্যাঙ্কিং করা হয়। যে বিষয়ে বৃত্তি চাওয়া হয়েছে, সেই গবেষণা কোর্সের একই স্তরে ডিগ্রি সম্পন্ন করা, প্রাসঙ্গিক পেশাদার অভিজ্ঞতা, রেফারেড প্রকাশনা, বিশেষজ্ঞ চিকিৎসা যোগ্যতা ইত্যাদি বিষয় বিবেচনায় নেওয়া হয়।

আবেদনের প্রক্রিয়া
আপনি যদি একজন নতুন শিক্ষার্থী হন এবং সেই কোর্সের জন্য আবেদনের শেষ তারিখের মধ্যে স্নাতক গবেষণা কোর্সের জন্য আবেদন করেন, তাহলে আপনাকে স্বয়ংক্রিয়ভাবে গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের জন্য বিবেচনা করা হবে; অর্থাৎ আবেদনকারী মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট রিসার্চ কোর্সের জন্য নির্বাচিত হয়ে স্নাতক অথবা পিএইচডির জন্য গবেষণা ডিগ্রিতে আবেদন করেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের জন্য বিবেচনা করা হবে। আগ্রহীদের ৩১ অক্টোবরের মধ্যে একটি অনলাইন আবেদন ফরম জমা দিতে হবে, যাতে পরবর্তী বছরে স্কলারশিপের জন্য বিবেচনা করা হয়। অনলাইন আবেদন ফরম জমাদানের ১০ কার্যদিবসের মধ্যে আপনার বৃত্তির আবেদনও সংযুক্ত করা হবে এবং সে-সম্পর্কে একটি নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানানো হবে। 

স্নাতক গবেষণা বৃত্তি, যা একটি উপবৃত্তির পাশাপাশি ফি অফসেট দেয়। একাডেমিক যোগ্যতার ভিত্তিতে দেশীয় ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হয়। 

যেসব ক্ষেত্রে পড়া যাবে
স্থাপত্য, বিল্ডিং, পরিকল্পনা এবং নকশা, কলা, মানবিক ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায়, অর্থনীতি, শিক্ষা, প্রকৌশল, পরিবেশ, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার সায়েন্স, আইন, সংগীত, ভিজ্যুয়াল এবং পারফর্ম আর্ট, বিজ্ঞান, ভেটেরিনারি, কৃষি ও খাদ্যবিজ্ঞান ইত্যাদি ক্ষেত্রে পড়ার সুযোগ রয়েছে। 

সুযোগ-সুবিধা
দুই বছরমেয়াদি স্নাতকোত্তর এবং চার বছরমেয়াদি পিএইচডি ডিগ্রি গ্রহণকারী শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি দেওয়া হয়। ফলে শিক্ষার্থীদের টিউশন ফি দেওয়া লাগবে না। প্রতিবছর $31,200 ডলার আবাসন ভাতা হিসেবে দেবে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্থানান্তর অনুদান হিসেবে $3000 ডলার দেবে। এ ছাড়া স্বাস্থ্যবিমার সুযোগ তো থাকছেই। বিস্তারিত জানতে ভিজিট করুন-

অনুবাদ: জাহিদুল ইসলাম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় নতুন ৩ ব্যাটালিয়ন, দুই হাজার ২৫৮ পদ সৃষ্টি

কাপের অবশিষ্ট কফি ড্রেনে ঢেলে দেওয়ায় নারীকে ২৪ হাজার টাকা জরিমানা

এনসিপিকে ‘নাস্তিকদের সংগঠন’ বলে আমাকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে: মুফতি আমিনীর নাতি

নারায়ণগঞ্জে ইট দিয়ে থেঁতলে যুবককে হত্যার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩

সোনার বড় দরপতন, একলাফে ৮ হাজার ৩৮৬ টাকা কমল ভরিতে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ