Ajker Patrika

পর্দা আর বাস্তব মিলেমিশে একাকার

বিনোদন ডেস্ক
আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৩: ২৮
Thumbnail image

৪৮ ঘণ্টা কেটে গেছে, এখনো লাপাত্তা অনামিকা আনন্দ। দেশসেরা এই অভিনেত্রীর নিখোঁজ সংবাদে তোলপাড় চারদিক। অসংখ্য ক্যামেরা অভিনেত্রীর বাড়ির সামনে। সতর্ক অবস্থানে পুলিশও। দিকে দিকে চলছে তাঁর খোঁজ। ফ্ল্যাশব্যাকে উঠে আসছে একের পর এক ঘটনা। এসব ঘটনার ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে অনামিকার নিখোঁজ হওয়ার বিভিন্ন সূত্র।

নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য ফেম গেম’-এর গল্প শুরু হয় এভাবেই। মাধুরী দীক্ষিতের প্রথম ওয়েব সিরিজ। তাই সবার আগ্রহ ছিল তুমুল। ফেব্রুয়ারির শেষ দিকে মুক্তি পাওয়া সিরিজটি নিয়ে এখনো জোর আলোচনা চলছে। ‘দ্য ফেম গেম’-এর প্রেক্ষাপট এক তারকার জীবনের ব্যক্তিগত ও পেশাগত ক্রাইসিস। প্লট হিসেবে এটি একেবারে নতুন নয়। আগেও বহুবার তারকাদের ঝলমলে জীবনের নেপথ্যের গল্প উঠে এসেছে সিনেমা, সিরিজের চিত্রনাট্যে। তবে চেনা ছকে গিয়েও ‘দ্য ফেম গেম’ যে বাজিমাত করল, তার অনেকখানি কৃতিত্ব মাধুরী দীক্ষিতের।

‘দ্য ফেম গেম’ সিরিজের অনেকটাজুড়ে যেন মাধুরীর নিজের গল্পই দেখানো হয়েছে। খ্যাতি, সৌন্দর্য, পরিবার আর অভিনয় ঠিক যেন বাস্তবের মাধুরী। কেবল নামটুকু আলাদা। সিরিজটি দেখতে বসলে মনে হবে, এ যেন পর্দা আর বাস্তব মিলেমিশে একাকার।

মাধুরী দীক্ষিতএ বিষয়টিই হয়তো বেশি আকর্ষণ করেছে দর্শকদের। ফেব্রুয়ারির শেষ দিকে নেটফ্লিক্সে প্রকাশ হওয়া ‘দ্য ফেম গেম’ সিরিজটি এরই মধ্যে নেটফ্লিক্সের সেরা ছয়ের তালিকায় জায়গা করে নিয়েছে। মাধুরী দীক্ষিত ছাড়াও এ সিরিজে অভিনয় করেছেন সঞ্জয় কাপুর, মানব কৌল, সুহাসিনী মুলে, মুসকান জাফরি ও রাজর্ষি দেশপান্ডে। পরিচালনা করেছেন বিজয় নাম্বিয়ার ও কারিশমা কোহলি।

মাধুরী দীক্ষিত‘দ্য ফেম গেম’-এর পর ওয়েবে মাধুরীর আরেকটি কাজ আসবে এ বছর। আনন্দ তিওয়ারি পরিচালিত নাম ঠিক না হওয়া সিনেমাটি তৈরি হচ্ছে আমাজন প্রাইম ভিডিওর জন্য। এ ছাড়া প্রযোজক হিসেবে মাধুরী সম্প্রতি শেষ করেছেন মারাঠি ভাষার সিনেমা ‘পঞ্চক’-এর কাজ। কুসংস্কার নিয়ে তৈরি হওয়া সিনেমাটি আছে মুক্তির অপেক্ষায়।

মাধুরী দীক্ষিত

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত