Ajker Patrika

হঠাৎ স্থগিত হলো ওয়ার্ড সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১২: ৩৫
হঠাৎ স্থগিত হলো ওয়ার্ড সম্মেলন

বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠার পর কেন্দ্র থেকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড সম্মেলন স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশনা পাওয়ার পর ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ার্ডের সম্মেলনগুলো স্থগিত করা হয়েছে। বিষয়টি গতকাল বৃহস্পতিবার আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নগর আওয়ামী লীগের সহসভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।

নগর আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ৮ জানুয়ারি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা হবে। সেখানে ওয়ার্ড সম্মেলনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে।

১৩ ডিসেম্বর রাতে কমিটি গঠন নিয়ে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও ওয়ার্ডে ইউনিট আওয়ামী লীগের সম্মেলনে হট্টগোল হয়। এ সময় নেতা-কর্মীদের একাংশ নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদকে অবরুদ্ধ করে রাখেন। এর আগে ১৬ নভেম্বর দেওয়ানবাজার ওয়ার্ডের ক-ইউনিটে সম্মেলনেও গোলযোগ হয়। সব মিলিয়ে ১০টি ইউনিটের সম্মেলনে ঝামেলার খবর পাওয়া গেছে।

তৃণমূলের সম্মেলনকে কেন্দ্র করে মহানগর আওয়ামী লীগে দুটি ধারার সৃষ্টি হয়েছে। নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের বিরোধী হিসেবে পরিচিত কয়েকজন জ্যেষ্ঠ নেতা গত বুধবার ঢাকায় গিয়ে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এসব বিষয়ে বৈঠক করেন। এর পরদিনই ওয়ার্ড সম্মেলন বন্ধ রাখার বিষয়ে নির্দেশনা এল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত