Ajker Patrika

একসঙ্গে ৪ সন্তানের জন্ম খুশি অভাবী দম্পতি

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৬ মার্চ ২০২২, ১০: ৩৯
একসঙ্গে  ৪ সন্তানের জন্ম  খুশি অভাবী দম্পতি

কুমিল্লায় যমজ চার সন্তানের জন্ম দিয়েছেন এক মা। তাদের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে। গত বুধবার রাতে নগরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের (সিজার) মাধ্যমে সন্তান জন্ম দেন তিনি।

এই মায়ের নাম শিরিন আক্তার। তিনি সাইফুল ইসলামের স্ত্রী। এই দম্পতির বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৪ নম্বর শশীদলের গঙ্গানগর গ্রামে। তাঁদের রাবেয়া আক্তার নামের সাত বছরের আরও একটি কন্যাসন্তান রয়েছে।

সন্তানদের বাবা সাইফুল ইসলাম জানান, গত মঙ্গলবার তাঁর স্ত্রীকে হাসপাতালে ভর্তি পর অস্ত্রোপচার করা হয়। বর্তমানে দুটি বাচ্চা সুস্থ এবং দুটি অসুস্থ। তাদের শিশু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, সাইফুল ইসলামের একসময় রেলপথের ধারে চায়ের দোকান ছিল। ডাবল লাইন করার সময় তা উচ্ছেদ করা হয়। পরে বেকার হয়ে পড়েন তিনি। অভাব-অনটনে এক সন্তান নিয়ে দিনযাপন করছিলেন তাঁরা। এর মধ্যেই নতুন চার সন্তানের জন্ম হলো। তবে এতেও অতিথিদের আগমনে খুশি সাইফুল-শিরিন দম্পতি।

সাইফুল বলেন, ‘সালদা নদী পাশের রেলস্টেশনে চা বেচতাম। এখন তাও নেই। স্ত্রী গৃহিনী। বাড়তি কোনো উপার্জন নেই। জীবন চালাতে অনেক কষ্ট হচ্ছে। প্রথম সন্তানকে নিয়ে স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন। এরই মধ্যে আরও চার সন্তানের জন্ম হলো।’ এদের মধ্যে দুজন অসুস্থ জানিয়ে তিনি সুস্থতার জন্য দোয়া চান।

এদিকে স্বজনেরা দারুন খুশি। চার শিশুর দাদি মজিনা বেগম হাসিমাখা মুখে এই প্রতিবেদককে বলেন, ‘আমরা অনেক খুশি। চার নাতির জন্ম পরিবারকে আলোকিত করেছে। আল্লাহ যেন আমার নাতিদের সুস্থ রাখেন।’

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. নাজমা মজুমদার লিরা আজকের পত্রিকাকে বলেন, ‘বাচ্চাদের মা সুস্থ আছেন। নয় মাসের গর্ভে এদের জন্ম হয়েছে। তাদের ওজনও তুলনামূলক কম। একজনের ওজন ১ কেজি ৪০০ গ্রাম আর বাকিদের ওজন ১ কেজি ৩০০ গ্রাম।’

শিশুদের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন চিকিৎসক ও স্বজনেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত