Ajker Patrika

বুস্টার ডোজ দেওয়া শুরু

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৫: ৫৪
Thumbnail image

বান্দরবানে করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। গতকাল রোববার সকাল ৯টার দিকে বান্দরবান সদর হাসপাতালে বুস্টার ডোজ টিকা কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা এবং অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কুদ্দুছ ফরাজী।

এ সময় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা যাঁরা সম্পন্ন করেছেন, তাঁদের করোনা থেকে অধিক সুরক্ষার জন্য বুস্টার ডোজ (তৃতীয় ডোজ) টিকা দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছে সরকার। বান্দরবানেও এ কার্যক্রম শুরু হয়েছে। তাই প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ সম্পন্নকারীদের বুস্টার ডোজ টিকা গ্রহণ করা প্রয়োজন।

বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা বলেন, ‘সারা দেশে গত ২৮ ডিসেম্বর এ কার্যক্রম শুরু হয়। তবে নিবন্ধন কার্যক্রমে জটিলতার কারণে জেলা উপজেলা পর্যায়ে বুস্টার ডোজ টিকা দেওয়ার কার্যক্রম কিছুটা বিলম্ব হয়। বান্দরবানে গতকাল থেকে বুস্টার ডোজ টিকা কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে।’

সিভিল সার্জন জানান, প্রথম পর্যায়ে কেবলমাত্র সদর হাসপাতালের টিকাকেন্দ্রে বুস্টার ডোজ টিকা দেওয়া হবে। শুক্রবার ছাড়া প্রতিদিনই বুস্টার ডোজ টিকা দেওয়া হবে। এ ছাড়া প্রথম ও দ্বিতীয় ডোজ এবং শিক্ষার্থীদের ফাইজার টিকা কার্যক্রমও চলমান থাকবে।

ডা. অংসুই প্রু জানান, গতকাল বুস্টার ডোজ টিকা কার্যক্রম উদ্বোধনের পর পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রথমে টিকা নেন। এরপর পর্যায়ক্রমে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কুদ্দুছ ফরাজী এবং ডেপুটি সিভিল সার্জন ডা. মংটিংঞো-ও বুস্টার ডোজ টিকা গ্রহণ করে। পরে সাধারণের জন্য বুস্টার ডোজ টিকার কার্যক্রম শুরু হয়। শুক্রবার ছাড়া প্রতিদিনই বান্দরবান সদর হাসপাতালে বুস্টার ডোজ টিকা কার্যক্রম অব্যাহত থাকবে বলে সিভিল সার্জন জানান।

তিনি বলেন, বান্দরবানে টিকার কোনো সংকট আপা নেই। তবে যেহেতু দ্বিতীয় ডোজসহ অনেকেই স্বাভাবিক টিকা দেওয়ার বাকি রয়েছেন, তাই ৫ জন সাধারণ টিকা ও একজন বুস্টার ডোজ টিকা—এ আনুপাতিকহারে বান্দরবানে বুস্টার ডোজ টিকা দেওয়া হবে, যাতে সবাই টিকার আওতায় আসতে পারেন। বান্দরবান স্বাস্থ্য বিভাগের কাছে বর্তমানে সিনোফার্ম টিকা মজুত রয়েছে ২ লাখ ২০ হাজার ৫৪৫ ডোজ এবং ফাইজার টিকা মজুত রয়েছে ১৪ হাজার ৬৮৫ ডোজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত