Ajker Patrika

চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২২, ১২: ২১
চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে চকলেটের প্রলোভন দেখিয়ে সাড়ে চার বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বুধবার রাতে আব্দুল কুদ্দুস লিটন (৩০) নামের এক যুবককে আসামি করে মামলা করেছে ওই শিশুর পরিবার। পরে বুধবার রাত সাড়ে ৯টার দিকে লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লিটন নোয়াখালী জেলার সেনবাগ থানার বাসিন্দা। তিনি জাহাজভাঙা কারখানায় কাজ করার সুবাদে দীর্ঘদিন সীতাকুণ্ডে পরিবার নিয়ে বসবাস করতেন।

মামলা সূত্রে জানা গেছে, ঈদে লিটনের স্ত্রী গ্রামের বাড়িতে যাওয়ার সুবাদে তার ভাড়া বাসায় তিনি একাই ছিলেন। গত বুধবার বিকেলে সাড়ে চার বছর বয়সী শিশু কন্যাকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁর বাসায় ডেকে নিয়ে যান লিটন। এ সময় ঘরের দরজা বন্ধ করে তিনি ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। তবে ওই শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় তাঁরা শিশুটির কাছ থেকে ঘটনার বিবরণ শুনে লিটনকে আটক করেন।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, চকলেটের প্রলোভন দেখিয়ে সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল কুদ্দুস লিটন নামের এক যুবকের বিরুদ্ধে ওই শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা করা করেছে।

এ ঘটনায় রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত