Ajker Patrika

প্রস্তাবিত উপকূল দিবস পালন

আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ২০: ৪০
প্রস্তাবিত উপকূল দিবস পালন

নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনিতে প্রস্তাবিত উপকূল দিবস পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:

শ্যামনগর (সাতক্ষীরা) : সাতক্ষীরার শ্যামনগরে আয়োজকদের পক্ষ থেকে ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবি জানানোর পাশাপাশি ভোলা সাইক্লোনের ৫১ বর্ষপূর্তি এবং ঘূর্ণিঝড়ে প্রয়াত উপকূলবাসীর স্মরণ করা হয়।

দিবসটি পালন উপলক্ষে ‘উপকূলের জন্য হোক একটি দিন, জোরালো হোক উপকূল সুরক্ষার দাবি’ এই স্লোগানকে সামনে রেখে খোলপেটুয়া নদীতে অবরোধ কর্মসূচিও পালিত হয়।

ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস ও স্টুডেন্ট সলিডারিটি টিমের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে জলবায়ু সুবিচার ও উপকূলবাসীর স্বার্থ সুরক্ষায় ১২ নভেম্বরকে উপকূল দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণার দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের প্রায় ৫ কোটি মানুষ চরম ঝুঁকিতে রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে এই ঝুঁকি দিন দিন বাড়ছে। উপকূলের বহু এলাকা অরক্ষিত থেকে যাচ্ছে যুগের পর যুগ।

উপকূলবাসীর স্বাস্থ্য সুরক্ষায় রাষ্ট্রীয়ভাবে একটি দিবস ঘোষণা এখন সময়ের দাবি। উপকূল দিবস ঘোষণা করা হলে সরকারের নীতিনির্ধারণী মহল, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, সংবাদ মাধ্যমসহ বিভিন্ন মহলে উপকূলের গুরুত্ব বাড়বে। যার প্রেক্ষিতে উপকূলবাসীর সুরক্ষা ও সেখানকার জনগোষ্ঠীর অধিকার ও ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে।

স্টুডেন্ট সলিডারিটি টিমের সাধারণ সম্পাদক রাইসুল ইসলামের সভাপতিত্বে অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন জাহাঙ্গীর, আব্দুর রহমান, শারমিন, হুমাইরা, জাকারিয়া, সুমন প্রমুখ।

আশাশুনি (সাতক্ষীরা): উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি ও উপকূল উন্নয়ন বোর্ড গঠনের দাবিতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে মানববন্ধন ও উপকূল দিবস পালন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় প্রতাপনগর হাওলাদার বাড়ি ভাঙন পয়েন্টে মানববন্ধন পালিত হয়।

জলবায়ু সংকটে ভুক্তভোগী উপকূলীয় ইউনিয়ন প্রতাপনগর বাসীর আয়োজনে পালিত এ মানববন্ধনে ছাত্র-শিক্ষক, দিনমজুর, কৃষক, ডাক্তার, মুক্তিযোদ্ধা, ইমাম-মোয়াজ্জেন, রাজনীতিবিদ, স্বেচ্ছাসেবী, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়সহ সর্বস্তরের শতাধিক বানভাসি নারী-পুরুষ ও শিশু নানা ধরনের দাবিদাওয়া সংবলিত ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে অংশ নেয়।

মানববন্ধনে ১২ নভেম্বর ১৯৭০ এর ঘূর্ণিঝড়ের ইতি বৃত্তান্ত তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন উপকূল দিবসের প্রধান উদ্যোক্তা এবং উপকূল অনুসন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রতাপনগরের সাবেক ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী, ইউনিয়ন কৃষক লীগের সদস্যসচিব হারুন উর রশীদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ফকির, সাবেক এলজিইডি কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান গাজী, সাংবাদিক শামিম আহমেদ বিপ্লব, হাফেজ মইনূর রহমান, হাফেজ বাবুল হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা ১৯৭০ সালের ১২ নভেম্বর প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে নিহত মানুষদের স্মরণে ১২ নভেম্বর দিনটিতে উপকূল দিবস পালন ও দিবসটি পালনে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং উপকূল উন্নয়ন বোর্ড গঠনের দাবি জানান।

এ ছাড়া মানববন্ধনে উত্থাপিত দাবির সঙ্গে উপকূলীয় নাগরিক সংগঠন ’বাঁচা উপকূল’ একাত্মতা ও সংহতি প্রকাশ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...