Ajker Patrika

আত্মহত্যা করতে প্রেসক্লাবে গিয়ে আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১১: ০৪
Thumbnail image

জাতীয় প্রেসক্লাবের সামনে শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টার অভিযোগে এক তরুণকে আটক করেছে পুলিশ। ওই তরুণের নাম মামুন (২৮)। তাঁর বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলায়। পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন বলে দাবি করেছেন মামুন। গতকাল দুপুর ১২টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বর থেকে তাঁকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে প্রেসক্লাবে চত্বরে এসে মামুন বলতে থাকেন, ‘আমার কেউ নাই। আমার স্ত্রী টাকাপয়সা নিয়ে অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেছে। আর ঘণ্টা খানেক পরই আমি আত্মহত্যা করব।’ এরপর নিজের শরীরে আগুন লাগানোর চেষ্টা করেন। সেখানে উপস্থিত মানুষজন ও পুলিশের সদস্যরা ছুটে গিয়ে তাঁকে নিবৃত্ত করেন। এ সময় মামুন হাত-পা ছুড়ে কান্নাকাটি করতে থাকেন।

শাহবাগ থানার প্যাট্রোল ইন্সপেক্টর শেখ আবুল বাসার জানান, ওই তরুণকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আত্মহত্যা চেষ্টার অভিযোগে মামলা হবে। মামুন জানিয়েছেন, দ্বিতীয় বিয়ে করায় তার প্রথম স্ত্রী বাবার বাড়ি চলে গেছেন। পরে তার দ্বিতীয় স্ত্রী সব টাকাপয়সা নিয়ে পালিয়ে গেছেন। এ নিয়ে পারিবারিক অশান্তির কারণেই তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন।

অভিযোগের সত্যতা খুঁজতে মামুনের কাছ থেকে পাওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করা হয় তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে। ওই নারী মামুনের বিরুদ্ধে উল্টো অভিযোগ করে বলেন, ‘মামুন মাদকাসক্ত। আমি চাকরি করে সংসার চালাতাম। আমার রোজগারের টাকায় মামুন নেশা করত। এখন টাকা দিই না বলে সে আমাকে মারার জন্য চাপাতি নিয়ে ঘুরে বেড়ায়। দুইবার আমার হাত ভেঙে দিয়েছে। ভয়ে অন্য জায়গায় চাকরি নিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত