Ajker Patrika

ভুল প্রশ্নে নিয়োগ পরীক্ষা

তাসনীম হাসান, চট্টগ্রাম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১২: ৩০
ভুল প্রশ্নে নিয়োগ পরীক্ষা

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) সহকারী ব্যবস্থাপক (আইন) পদে নিয়োগ পরীক্ষা দিচ্ছিলেন আবেদনকারীরা। তাঁদের মধ্যে বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) ঠিকমতোই সরবরাহ করা হয়। কিন্তু লিখিত পরীক্ষার প্রশ্নপত্র হাতে আসতেই পরীক্ষার্থীদের চক্ষু চড়কগাছ। কারণ, তাঁদের দেওয়া হয় সহকারী ব্যবস্থাপক (লাইব্রেরি) পদের প্রশ্ন। নিয়োগ পরীক্ষায় ভুল প্রশ্নপত্র সরবরাহ করার এই ঘটনাটি গত ৪ ডিসেম্বরের।

সমালোচনার মুখে সেই ভুল সংশোধনের উদ্যোগ নিয়েছে কেজিডিসিএল। সহকারী ব্যবস্থাপক (আইন) নিয়োগের লিখিত অংশের পরীক্ষাটি পুনরায় নেওয়া হবে। আগামী ২৪ ডিসেম্বর বিকেল তিনটা থেকে সোয়া চারটা পর্যন্ত ঢাকার বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা হবে। গত ১৫ ডিসেম্বর কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. ফিরোজ খানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আইন বিষয়ের পরিবর্তে ভুলবশত সহকারী ব্যবস্থাপক (লাইব্রেরি) পদের জন্য প্রণীত প্রশ্নপত্র সরবরাহ করায় জটিলতা ও বিভ্রান্তির সৃষ্টি হওয়ায় পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

ওই দিন পরীক্ষায় নেওয়া পাঁচজনের সঙ্গে কথা বলে জানা গেছে, অনলাইনে নেওয়া আবেদন যাচাই-বাছাইয়ের পর ৪ ডিসেম্বর বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ১০ ক্যাটাগরিতে ৫৬টি পদে ৪৪ হাজার ১৩২ জন আবেদনকারীর পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকার বিভিন্ন কেন্দ্রে হওয়া এই পরীক্ষায় অন্যান্য ক্যাটাগরির পরীক্ষায় ঠিকঠাক প্রশ্ন সরবরাহ করা হয়। তবে ভুল প্রশ্ন সরবরাহ করা হয় সহকারী ব্যবস্থাপক (আইন) পদের পরীক্ষার্থীদের। প্রশ্নপত্র হাতে পেয়ে অনেকে হল পরিদর্শকদের কাছে অভিযোগ করেন। কেউ কেউ আবার সেই ভুল প্রশ্নপত্রেই পরীক্ষা দেন। পরে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

নিজেদের ভুল ধরতে পেরে ১১ দিন পর নতুন করে পরীক্ষা নেওয়ার কথা জানায় কেজিডিসিএল। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ২৫৪ জন পরীক্ষার্থীকে খুদেবার্তায় বিষয়টি জানানো হয়েছে। এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে পরীক্ষা হবে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে। সহকারী ব্যবস্থাপক (আইন) পদে মোট ৪ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।

নতুন করে পরীক্ষা নেওয়ায় কিছুটা আনন্দ কাজ করলেও অনেক পরীক্ষার্থী পড়েছেন দুশ্চিন্তায়। এতে দেশের বিভিন্ন প্রান্তের পরীক্ষার্থীরা অংশ নেবেন। এখন তাঁদের আবারও ঢাকায় আসতে হবে। এতে সময়ের পাশাপাশি বাড়তি খরচ নিয়েও ভাবতে হচ্ছে তাঁদের। ভুলটি কেজিডিসিএল কর্তৃপক্ষের হলেও নতুন করে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীদের ভ্রমণ ভাতা ও খাওয়া-দাওয়া (টিএ, ডিএ) খরচ দেবে না সংস্থাটি। বিজ্ঞপ্তিতে এ বিষয়েরও উল্লেখ রয়েছে।

চট্টগ্রামের এক নারী পরীক্ষার্থী নাম প্রকাশ না করে বলেন, ‘আমার আড়াই বছরের শিশুপুত্র আছে। পরীক্ষা দিতে ঢাকা যেতে হলে বাচ্চাকে রাখার জন্য অন্য আরেকজনকে নিয়ে যেতে হয়। প্রথমবার পরীক্ষায় অংশ নিতে গাড়ি ভাড়া-থাকাসহ অন্তত ১০ হাজার টাকা খরচ হয়েছে।’

কক্সবাজার থেকে অংশ নেওয়া আরেক পরীক্ষার্থীও একই অভিযোগ করেন। তিনি বলেন, ‘নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার প্রায় ১৬ মাস পর পরীক্ষা নিয়েছে কেজিডিসিএল। এত দিন সময় পাওয়ার পরও পরীক্ষা নিয়ে আমাদের সঙ্গে যেন তামাশা করেছে তারা।’

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি আইনজীবী এ এম জিয়া হাবীব আহসানও মনে করেন পরীক্ষার্থীদের টিএ-ডিএ দেওয়া দরকার। তিনি বলেন, ‘ভুলটি যেহেতু কেজিডিসিএলের, তাদের উচিত দূর-দুরান্ত থেকে পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের টিএ-ডিএ দেওয়া।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত