Ajker Patrika

মনোনয়ন প্রত্যাহার না করলে বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১১: ৪৬
মনোনয়ন প্রত্যাহার না করলে বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা

মিঠাপুকুরের ১৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করার তাগিদ দেওয়া হয়েছে। তা করা না হলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল বৃহস্পতিবার মিঠাপুকুর প্রেসক্লাবে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে এ সতর্ক বার্তা দেওয়া হয়।

এ সময় রংপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সায়াদাত হোসেন বকুল, অনুরোধের পরেও মনোনয়নপত্র প্রত্যাহার করা না হলে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সায়াদাত হোসেন বলেন, নৌকা প্রতীকের বিপক্ষে নির্বাচন করার অর্থই হলো আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান করা। মান-অভিমান ভুলে গিয়ে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নৌকার পক্ষে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন মণ্ডল মওলা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত ও নারী ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা যাঁদের নৌকা দিয়েছেন, তাঁদের পক্ষেই নির্বাচন করতে হবে।

এ সময় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আমিন সরকার, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক এরশাদুল হক রঞ্জু, শ্রমবিষয়ক সম্পাদক গাওহারুল ইসলামসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

ইউপি নির্বাচনের সপ্তম ধাপে ৭ ফেব্রুয়ারি মিঠাপুকুরে ভোট হবে। এ জন্য প্রার্থীরা এখন প্রচার চালিয়ে যাচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত