Ajker Patrika

দুই গ্রামের মানুষের ভরসা একটি বাঁশের সাঁকো

আরিফুল হক তারেক, মুলাদী
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১২: ১৩
দুই গ্রামের মানুষের ভরসা একটি বাঁশের সাঁকো

মুলাদীর সফিপুর ইউনিয়নের চরমালিয়া ও ভেদুরিয়া গ্রামের মানুষের ভরসা চরমালিয়া-চরপদ্মা খালের বাঁশের সাঁকো। ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও ইউপি সদস্যদের জানিয়েও সেতু না পাওয়ায় হতাশ তাঁরা।

মুলাদী-বাবুগঞ্জ আসনের সাবেক সাংসদ টিপু সুলতান গ্রামবাসীকে সেতু করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। এরপর পাঁচ বছর পেরিয়ে গেলেও সাঁকো সংস্কার করেই যাতায়াত করতে হচ্ছে এখানকার বাসিন্দাদের। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে পেরোতে হচ্ছে সেতু।

চরমালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শওকত হোসেন দুলাল জানান, চরমালিয়া-ভেদুরিয়া গ্রামের মানুষকে হাটবাজার ও স্কুল-কলেজে যেতে চরমালিয়া-চরপদ্মা খাল পার হতে হয়। আগে খাল পেরোতে নৌকা ব্যবহার করতে হতো। পরবর্তী সময় এলাকাবাসী চাঁদা তুলে বাঁশের সাঁকো নির্মাণ করে।

চরমালিয়া গ্রামের হাবিবুর রহমান জানান, বড় বাজেটের ঢালাই সেতু না হোক, কম বাজেটের লোহার সেতু বানানো হলেও জনদুর্ভোগ কমত।

সফিপুর ইউপির সদস্য হান্নান চৌকিদার বলেন, গ্রামের অনেক ছেলেমেয়ে চরকালেখান কলেজ, চরকালেখান মাদ্রাসা, ভেদুরিয়া সরকারি বিদ্যালয়, সফিপুর নূর এ তাজ মাদ্রাসা, হাফেজি মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করতে যায়। সাঁকো দিয়ে চলাচল অনেক ঝুঁকিপূর্ণ। দীর্ঘদিন চেষ্টা চালিয়েও সেতু নির্মাণ সম্ভব হয়নি।

সফিপুর ইউপি চেয়ারম্যান আবু মুছা হিমু মুন্সী বলেন, ইউনিয়ন পরিষদের বরাদ্দ দিয়ে এত বড় সেতু করা সম্ভব নয়। তাই গুরুত্বপূর্ণ এ সেতুটি নির্মাণের জন্য উপজেলা এলজিইডি কার্যালয়ে অনেক আগেই চাহিদা দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলী জিয়াউর রহমান জানান, সেতু নির্মাণের জন্য স্থানীয় সাংসদের সুপারিশ পত্র (ডিও লেটার) নির্বাহী প্রকৌশলীর দপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে বরাদ্দ পেলে সেতু নির্মাণের কার্যক্রম শুরু করা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত