Ajker Patrika

পালিয়ে যাওয়া কয়েদি দুই বছর পর গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২৪ জুন ২০২২, ১৩: ২১
পালিয়ে যাওয়া কয়েদি দুই বছর পর গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে পালিয়ে যাওয়ার প্রায় দুই বছর পর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দুপুর ১২টার দিকে শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানার নাওডোবা মিনাকান্দি চৌরাস্তা এলাকা তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কয়েদির নাম আবু বক্কর সিদ্দিক (৩৭)। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার চন্ডিপুর এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোস্তাফিজুর রহমান।

ওসি শেখ মো. মোস্তাফিজুর রহমান জানান, পদ্মা সেতু দক্ষিণ থানার নাওডোবা মিনাকান্দি চৌরাস্তা এলাকায় গত বুধবার দুপুরের দিকে ওই ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। পরে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি ঠিকানা জানালে খোঁজখবর নিয়ে জানা যায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালিয়ে এসেছেন তিনি।

ওসি আরও বলেন, গতকাল বৃহস্পতিবার শরীয়তপুর আদালতের মাধ্যমে আবু বক্কর সিদ্দিককে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এখন কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করে তাঁকে ফিরিয়ে নেবে।

জানা গেছে, আবু বক্কর সিদ্দিক একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ বন্দী ছিলেন। ২০২০ সালের ৬ আগস্ট কারাগারের অভ্যন্তরে দেয়ালে রং করার কাজে ব্যবহৃত মই বেয়ে কারাগার থেকে পালিয়ে যান তিনি। কয়েদির পালিয়ে যাওয়ার ঘটনায় একজন জেলারসহ দুজন কারারক্ষীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত