Ajker Patrika

মিরপুরে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৪: ২১
মিরপুরে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে স্বতন্ত্র প্রার্থী মনোয়ার হোসেনের ওপর নৌকার প্রার্থী আব্দুল হান্নানের হামলার অভিযোগ উঠেছে।

গত রোববার সকালে মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের মাঝিরহাট বাজারে স্বতন্ত্র প্রার্থী মনোয়ারের নিজ বাসভবন সংলগ্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান বিশ্বাস ট্রেডার্স অ্যান্ড সুপার শপে নৌকার প্রার্থী আব্দুল হান্নান ও তার লোকজন নিয়ে হামলা চালায়। এ রকম একটি ভিডিও ফুটেজও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে।

ঘটনাস্থলের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যায়, রোববার সকাল ৭টা ১২ মিনিটে নিজ দোকানে অবস্থান করছিলেন স্বতন্ত্র প্রার্থী মো. মনোয়ার হোসেন। এ সময় নৌকার প্রার্থী আবদুল হান্নান তাকে কাঠের টুল দিয়ে দোকানের বাইরে থেকে হামলার চেষ্টা চালায়। পরবর্তীতে ঘটনার প্রতিবাদ করায় দোকানের ভেতরে ঢুকে আব্দুল হান্নানের সহযোগী ইমাজউদ্দিন দিপু দোকানের কর্মচারী রশিদুলের ওপর হামলা চালায় এবং তাকে মারতে মারতে দোকানের সামনের রাস্তায় নিয়ে আসে।

এ সময় আব্দুল হান্নানও তাকে আঘাত করতে থাকে।

মনোয়ার হোসেনের দোকানের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে আরও দেখা যায়, নৌকার প্রার্থী আব্দুল হান্নান ধারালো চাকু হাতে স্বতন্ত্র প্রার্থী মনোয়ার হোসেনের ওপর হামলার চেষ্টা চালান। এ সময় রাস্তায় থাকা সাধারণ মানুষ এবং স্থানীয় দোকানদারেরা আব্দুল হান্নানকে নিভৃত করার চেষ্টা করেন।

ঘটনা প্রসঙ্গে ভুক্তভোগী মনোয়ার হোসেন বলেন, পূর্ব থেকেই বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে আবদুল হান্নান। দোকানে থাকা অবস্থায় তার দলবল নিয়ে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালায়। ঘটনায় আমি এবং আমার দোকানের কর্মচারী রাশেদুল আহত হই। এ ঘটনায় তিনি হান্নান এবং তার সঙ্গে থাকা জড়িত সকল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

নৌকার প্রার্থী আব্দুল হান্নান ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, এলাকার একজন মুরুব্বির সঙ্গে খারাপ ব্যবহার করার কারণ জিজ্ঞাসা করতে গেলে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে।

কুর্শা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও জাসদ মনোনীত প্রার্থী ওমর আলী বলেন, ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখেছি, এলাকার নির্বাচনী পরিবেশ শান্তশিষ্ট রাখতে মিরপুর থানা এবং নির্বাচনী রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি অবগত করেছি। তিনি আরও বলেন, নির্বাচনের পূর্বে এ ধরনের সহিংস কর্মকাণ্ড মোটেও কাম্য নয়। তিনি নৌকার প্রার্থী আব্দুল হান্নানের শাস্তি দাবি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

ইরানে সরকার উৎখাতের পরিকল্পনা জানত রাশিয়া, তেহরানে বিতর্ক তুঙ্গে

রেস্তোরাঁয় পিস্তল হাতে যুগলের খুনসুটি, ভিডিও ভাইরাল

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত